নাসুম-মোস্তাফিজের বোলিং তোপে ৯৩ রানেই অলআউট নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪২ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২১
নাসুম-মোস্তাফিজের বোলিং তোপে ৯৩ রানেই অলআউট নিউজিল্যান্ড

সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে শত রানেই ইনিংস গড়তে পারেনি নিউজিল্যান্ড। নাসুম আহমেদের পর মোস্তাফিজের বোলিং তোপে ৯৩ রানেই গুটিয়ে গেছে সফরকারীরা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৯৪ রান।

বুধবার (৮ সেপ্টেম্বর) ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় নিউজিল্যান্ড। ইনিংসের পঞ্চম বলে ওপেনার রাচিন রবীন্দ্রকে খালি হাতে সাজঘরে ফেরার নাসুম আহমেদ। নাসুমের দুর্দান্ত শুরুতে শুরুর ওভারে কোন রান নিতে পারেনি সফরকারীরা।

দ্বিতীয় ওভারে বল করতে আসা সাকিব আল হাসানকে এক ছক্কায় ১০ রান নিয়ে নেয় নিউজিল্যান্ড। ইনিংসের তৃতীয় ওভারে আবারও উইকেট শিকার করেন নাসুম। নিজের দ্বিতীয় ওভারের নিউজিল্যান্ডের অপর ওপেনার ফিন অ্যালেনকে (১২) ফেরান তিনি। নাসুমের বলে এবারও ক্যাচ নেন প্রথমবারের মোহাম্মদ সাইফউদ্দিন। দলীয় ১৬ রানেই দুই উইকেট হারায় নিউজিল্যান্ড।

শুরুতেই দুই ওপেনারকে হারালেও তৃতীয় উইকেট জুটি ৩৫ রান পায় নিউজিল্যান্ড। উইল ইয়াংকে সাথে নিয়ে অধিনায়ক টম ল্যাথাম এ জুটি গড়েন। নিজের তৃতীয় ওভারের তৃতীয় বলে ২১ রান করা ল্যাথামকে সাজঘরে ফেরান মেহেদী হাসান। দলীয় ৫১ রানে তৃতীয় উইকেট হারায় সফরকারীরা।

পরের ওভারেই নিউজিল্যান্ড শিবিরে আবারও আঘাত হানেন নাসুম আহমেদ। নিজের শেষ ওভারের জোড়া উইকেট শিকার করেন তিনি। ওভারের দ্বিতীয় বলে ১ রান করা হেনরি নিকোলস এবং পরের বলেই কলিন ডি গ্র্যান্ডহোমকে খালি হাতে সাজঘরে ফেরার নাসুম। হ্যাটট্রিকে আশা জাগানো নাসুমের দুর্দান্ত বোলিংয়ে ৫২ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড।

ইনিংসের ১৬তম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসে জোড়া উইকেট শিকার করেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। নিজের দ্বিতীয় বলে টম ব্লান্ডেলকে (৪) ফেরার পর ওভারের শেষ বলে নিজের বলেই নিজেই ক্যাচ নেন ফিজ।

৩ বল খেলা কোল ম্যাকনকিকে খালি হাতে ফেরান মোস্তাফিজ। ফলে ৭৪ রানে ৭ উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর আঙুলে আঘাত পাওয়া সাইফউদ্দিন ফেরান অ্যাজাজ প্যাটালকে। ইনিংসের ১৯তম ওভারে পঞ্চম ৯১ রানে অষ্টম উইকেট হারায় তারা। ৮ বলে ৪ রান করা প্যাটালকে বোল্ড করেন সাইফউদ্দিন।

শেষ ওভারে বল করতে এসে আবারও জোড়া উইকেট তুলে নেন মোস্তাফিজ। নিজের শেষ ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফেরান ৪৬ রান করা উইল ইয়াংকে। পরের বলেই শেষ উইকেট হিসেবে ব্লেয়ার টিকনারকে ফেরান ফিজ। ফলে ইনিংসের তিন বল বাকি থাকতেই ৯৩ রানে ‍গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

নাসুম ও মোস্তাফিজ চারটি করে উইকেট শিকার করেন। এছাড়া মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন একটি করে উইকেট নেন। তবে উইকেট শূন্য ছিলেন সাকিব আল হাসান।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সেরা দশে ফিরলেন সাকিব

সেরা দশে ফিরলেন সাকিব

বিশ্বকাপ না খেলা তামিম খেলতে চান নেপালে

বিশ্বকাপ না খেলা তামিম খেলতে চান নেপালে

একটু অন্যপথেই হাঁটছে বাংলাদেশ : আশরাফুল

একটু অন্যপথেই হাঁটছে বাংলাদেশ : আশরাফুল

রান পেতে ব্যাটসম্যানদের বিশেষ পরামর্শ প্রিন্সের

রান পেতে ব্যাটসম্যানদের বিশেষ পরামর্শ প্রিন্সের