ভবিষ্যৎ না ভেবে বর্তমানে ভালো করতে চান আফিফ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৮ এএম, ২৯ জুলাই ২০২২
ভবিষ্যৎ না ভেবে বর্তমানে ভালো করতে চান আফিফ

টি-টোয়েন্টি ক্রিকেটে পালাবদল চলছে বাংলাদেশ ক্রিকেটে। গুঞ্জন রয়েছে বিশ্বকাপের তিন মাস আগে অভিজ্ঞদের ছেটে একদম তরুণ নির্ভর দল সাজাতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে কারণে জিম্বাবুয়ে সফরে রাখা হয়নি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে।

অভিজ্ঞরা না থাকায় তুলনামূলক তরুণদের এ সিরিজে দায়িত্ব নিয়ে খেলতে হবে। তরুণ হলেও জিম্বাবুয়ে সিরিজের দলে থাকা বেশ কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটে একেবারে নতুন নয় মোটেও। এর মধ্যে অলরাউন্ডার আফিফ হোসেন একজন।

অভিজ্ঞদের জন্য ব্যাট করতে হয় লোয়ার মিডল অর্ডারে। ওয়েস্ট ইন্ডিজ সফরে মুশফিক না থাকায় একটু উপরে সুযোগ পেয়ে ব্যাট হাতে নিজেকে প্রমান করেছেন। আসন্ন জিম্বাবুয়ে সফরেও ব্যাট করবেন উপরের দিকেই। 

গুঞ্জন রয়েছে অভিজ্ঞদের ছাড়াই বিশ্বকাপে যেতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে আফিফের মতো ক্রিকেটারদের কাঁধে উঠবে বড় দায়িত্ব। তবে সেসব নিয়ে এখনই ভাবতে চান না আফিফ। ভবিষ্যৎ নিয়ে না ভেবে বর্তমানে ভালো খেলতে চান খুলনার এই অলরাউন্ডার।

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা, ছিটকে গেছেন চাতারা-মুজারাবানি

জিম্বাবুয়েতে প্রথম দিনের অনুশীলন শেষে আফিফ বলনে, “আমি কখনও এত বড় করে ভাবি না যে সামনে কী আছে।  আমি শুধু বর্তমানটায় ভালো করার চেষ্টা করি। আমার ভূমিকাটা পালন করার চেষ্টা করি, আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি, দিন শেষে যাতে আমি বলতে পারি আমি আমার শতভাগ দিয়েছি।”

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের প্রত্যেক ম্যাচই জিততে চান আফিফ। “পরিকল্পনা অবশ্যই জেতার। আমরা চেষ্টা করব এখানে সবগুলো ম্যাচ জেতার” যোগ করেন তিনি।

ক্রান্তিকালে নেই বাংলাদেশ ক্রিকেট: সুজন

বাংলাদশ দলের মতো টি-টোয়েন্টিতেও আফিফের পরিসংখ্যান খুব একটা সন্তোষজনক নয়। মাঝেমধ্যে আলোড়ন তোলা কিছু ইনিংস খেলেছেন বটে তার ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। 

৪৪ টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৭.৬৮ গড়ে দুই হাফসেঞ্চুরিতে আফিফের সংগ্রহ ৬১৯ রান। যেখানে তার স্ট্রাইক রেট ১১৭.২৩। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পেয়েছিলেন ক্যারিয়ারের দ্বিতীয় হাফফেঞ্চুরি। 

শনিবার (৩০ জুলাই) জিম্বাবুয়ের হারারাতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। ৩১ আগস্ট ও দুই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ। এছাড়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে তারা। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট ক্রিকেটে আসতে নিজের সর্বোচ্চটা দিয়েছি: জয়াসুরিয়া

টেস্ট ক্রিকেটে আসতে নিজের সর্বোচ্চটা দিয়েছি: জয়াসুরিয়া

টি-টোয়েন্টিতে টানা দুই সেঞ্চুরির রেকর্ড ফরাসি গুস্তাভ ম্যাকওনের

টি-টোয়েন্টিতে টানা দুই সেঞ্চুরির রেকর্ড ফরাসি গুস্তাভ ম্যাকওনের

প্রতি বছর দুইবার আইপিএল চান রবি শাস্ত্রী

প্রতি বছর দুইবার আইপিএল চান রবি শাস্ত্রী

সারাবিশ্বে আরও বেশি প্রোমোট করবে, বিসিবিকে ধন্যবাদ: নিগার সুলতানা

সারাবিশ্বে আরও বেশি প্রোমোট করবে, বিসিবিকে ধন্যবাদ: নিগার সুলতানা