চার ম্যাচ হেরেও টি-টোয়েন্টি উন্নতি দেখছেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩২ পিএম, ১৩ অক্টোবর ২০২২
চার ম্যাচ হেরেও টি-টোয়েন্টি উন্নতি দেখছেন সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে খেললো বাংলাদেশ। সিরিজে নিজেদের চার ম্যাচের সবগুলোতেই হারের স্বাদ নিয়েছে সাকিব-সোহানরা। তবে টানা চার ম্যাচ হারলেও এ টুর্নামেন্টের মধ্য দিয়ে দলের অনেক উন্নতি হয়েছে মনে করছেন অধিনায়ক সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, আমরা কোন ম্যাচ জিততে পারিনি ঠিকই। তবে আমাদের অনেক উন্নতি হয়েছে।

বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ত্রিদেশীয় সিরিজটি ছিল বাংলাদেশের প্রস্তুতি সেরা মঞ্চ। টুর্নামেন্টের অন্য দুই দল পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে দু’বার করে খেলে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ।

প্রথম পর্বে পাকিস্তানের কাছে ২১ রানে ও নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে ম্যাচ হারে বাংলাদেশ। ফিরতি পর্বে নিউজিল্যান্ডের কাছে ৪৮ রানে ও সর্বশেষ পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ।

চার ম্যাচের কোনটিতেই হাড্ডাহাড্ডি লড়াই ছিল না টাইগারদের। তারপরও এ টুর্নামেন্টের মাধ্যমে টি-টোয়েন্টি ফরম্যাটে দলের অনেক উন্নতি দেখছেন অধিনায়ক সাকিব। বলেন, ‘এ টুর্নামেন্টে অনেক উন্নতি করেছি। এটা আমাদের জন্য ইতিবাচক।’

ত্রিদেশীয় সিরিজে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা, বিশ্বকাপের জন্য দল সাজানোও হয়ে গেছে বলে জানান সাকিব। এ বিষয়কেও ইতিবাচক হিসেবে দেখছেন সাকিব। বলেন, ‘আমরা বিশ্বকাপে কোন দল নিয়ে খেলবো, সে বিষয়ে আমরা একেবারে পরিষ্কার। তাই এটা ভালো ব্যাপার।’

শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান করে বাংলাদেশ। পুরো আসরে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রান। তবে বোলাররা জ্বলে উঠতে না পারায় এ ম্যাচটিও হারতে হয় বাংলাদেশকে।

ম্যাচটি কঠিন হলেও নিজেদের সেরা ক্রিকেট খেলেছে দল। সাকিব বলেন, ‘এটা কঠিন ছিল, কিন্তু আমি মনে করি আজ আমরা আমাদের সেরা ক্রিকেট খেলেছি।’

এ ম্যাচে টপ-অর্ডাররা ব্যর্থ হলেও তৃতীয় উইকেটে লিঠন-সাকিব জুটি ৫৫ বলে ৮৮ রানের জুটি গড়ে দলকে বড় স্কোরের পথ দেখান। কিন্তু শেষ ৩১ বলে ৪৪ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। শেষ দিকে আরও কিছু রান হলে ভালো হতো বলে মনে করেন সাকিব।

তবে মাঝের ওভারগুলোতে ভালো করায় খুশি সাকিব। আগের তিন ম্যাচে মাঝের ওভারগুলো খারাপ করায় ম্যাচ হেরেছিল বলে জানিয়েছিলেন সাকিব। বলেন, ‘শেষ দিকে আমরা আরও কিছু রান করতে পারতাম। কিন্তু এমনটা ঘটতে পারে। যেখানে আমাদের ঘাটতি ছিল আমরা সেই মাঝের ওভারগুলোতে আজ ভালো খেলেছি । সামনের বিশ্বকাপে ভালো করাটা এখন আমাদের ওপর নির্ভর করবে।’

তিনি আরও বলেন, ‘ইনিংসের শুরুতে যদি আমাদের বলা হতো আমরা ১৭৩ রান পাব, তাহলে আমি আনন্দের সাথে গ্রহণ করতাম।’

ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন সাকিব। ২টি হাফ-সেঞ্চুরিতে ১৫৪ রান করেন তিনি। কিন্তু বল হাতে নিষ্প্রভ ছিলেন অলরাউন্ডার সাকিব। ৩ ইনিংসে ১০ ওভারে ৯১ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন তিনি।

নিজের বোলিংয়ে উন্নতির জন্য আরও কাজ করতে চান সাকিব। বলেন, ‘আমার কাজ হলো দলের জন্য রান করা। যদিও আমার বোলিংটা আপ টু দ্য মার্ক হয়নি। এ একটা জায়গায় উন্নতি করতে চাই আমি।’

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

জয়ের আশা জাগিয়েও পারলো না বাংলাদেশ

জয়ের আশা জাগিয়েও পারলো না বাংলাদেশ

জাতীয় দল নিয়ে আরও পরীক্ষা চালাতে চান শ্রীরাম

জাতীয় দল নিয়ে আরও পরীক্ষা চালাতে চান শ্রীরাম

বিশ্বকাপ দলে মুশফিক-রিয়াদের প্রয়োজনীয়তা দেখছেন তামিম

বিশ্বকাপ দলে মুশফিক-রিয়াদের প্রয়োজনীয়তা দেখছেন তামিম

বিসিবির ‘প্রস্তাব’ ফিরিয়ে দিয়েছেন তিন পাণ্ডব

বিসিবির ‘প্রস্তাব’ ফিরিয়ে দিয়েছেন তিন পাণ্ডব