হ্যাটট্রিক করলেন মিয়াপ্পন, স্বস্তির জয় পেল শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ১৮ অক্টোবর ২০২২
হ্যাটট্রিক করলেন মিয়াপ্পন, স্বস্তির জয় পেল শ্রীলঙ্কা

বিফলে গেল চলতি অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপে আরব আমিরাতের ডান হাতি লেগ স্পিনার কার্তিক মিয়াপ্পনের হ্যাটট্রিক। প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের ম্যাচে হ্যাটট্রিক করেও দলকে জিতাতে পারেননি মিয়াপ্পন। বিপরীতে প্রথমে ম্যাচে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা।

মিয়াপ্পনের হ্যাটট্টিকের আনন্দকে বৃথা করে স্বস্তির জয় পেয়েছে শ্রীলঙ্কা। কারণ, নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হেরে গিয়েছিল তারা। তবে আরব আমিরাতের বিপক্ষে ৭৯ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে লঙ্কানরা। এ জয়ে ২ খেলায় ২ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা।

লঙ্কানদের সমান পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে দ্বিতীয়স্থানে নামিবিয়া। ২ খেলায় ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নেদারল্যান্ডস। আর সমান সংখ্যক ম্যাচ খেলে জয়হীন অবস্থায় রয়েছে আরব আমিরাত।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ভিক্টোরিয়ার জিলংয়ে টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় সংযুক্ত আরব আমিরাত। ব্যাট হাতে ইনিংসের শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকেন লঙ্কান দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। ৪.৪ বলে দলের স্কোর ৪২ রানে নিয়ে যান তারা। ২টি চারে ১৩ বলে ১৮ রান করে লঙ্কার প্রথম ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফিরেন কুশল।

দুর্দান্ত শুরুটা পরবর্তীতে ধরে রাখেন নিশাঙ্কা ও তিন নম্বরে নামা ধনাঞ্জয়া ডি সিলভা। ৩৯ বলে হাফ-সেঞ্চুরির জুটি গড়েন তারা। ২১ বলে ৩৩ রান করে আউট হন ডি সিলভা। এতে ১২তম ওভারের প্রথম বলে দলীয় ৯২ রানে ভাঙে এ জুটি। ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা মারেন সিলভা।
তৃতীয় উইকেটে রানের চাকা সচল রেখে শ্রীলঙ্কার বড় স্কোরের পথ তৈরি করছিলেন নিশাঙ্কা ও ভানুকা রাজাপাকসে।

তবে ইনিংসের ১৫তম ওভারে তৃতীয়বারের মতো বোলিং আক্রমণে এসে শ্রীলঙ্কা বড় স্কোরের পথে বড় ধাক্কা দেন স্পিনার মিয়াপ্পন। প্রথম তিন বলে ৩ রান দেন তিনি। চতুর্থ বলে ডিপ কভারে ক্যাচ দিয়ে ৫ রানে ফিরেন রাজাপাকসে। পঞ্চম বলে ১ রান করা চারিথা আসালঙ্কা এবং শেষ বলে শূন্য রানে দাসুন শানাকাকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মিয়াপ্পন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চম খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করলেন মিয়াপ্পন। দেশের হয়ে প্রথম ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৯তম হ্যাটট্রিকম্যান হিসেবে রেকর্ড বইয়ে নাম তুললেন মিয়াপ্পন।

মিয়াপ্পনের হ্যাটট্টিকের তোপের পর বড় স্কোর করতে পারেনি শ্রীলঙ্কা। তবে নিশাঙ্কার ৭৪ রানের সুবাদে ৮ উইকেটে ১৫২ রানের লড়াই করার মত পুঁজি পায় লঙ্কানরা। টি-টোয়েন্টি ক্যারিয়ারের অস্টম হাফ-সেঞ্চুরি তুলে শেষ ওভারে আউট হন নিশাঙ্কা। তার ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা ছিল।

বিপরীতে স্বাভাবিকভাবেই আরব আমিরাতের সেরা বোলার ছিলেন মিয়াপ্পন। ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।

১৫৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কার পেসার দুসমন্থ চামিরার বোলিং তোপে পড়ে আরব আমিরাত। চামিরার ৩ উইকেটে ১৯ রানেই আরব আমিরাতের তিন উইকেটের পতন ঘটে।

চামিরার পেসে দিশেহারা আরব আমিরাত পরবর্তীতে স্পিনার হাসাঙ্গার ঘূর্ণিতে পড়ে হারের পথে ছিটকে পড়ে। শেষ পর্যন্ত ১৭ দশমিক ১ ওভারে ৭৩ রানে অলআউট হয় আরব আমিরাত। আমিরাতের মাত্র তিন ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন।

ব্যাট হাতে সর্বোচ্চ ১৯ রান করেন টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ক্রিকেটার আয়ান আফজাল খান। শ্রীলঙ্কার চামিরা ১৫ রানে ও হাসারাঙ্গা ৮ রানে ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন নিশাঙ্গা।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

নেদারল্যান্ডসের কাছে শেষ ওভারে হারলো নামিবিয়া

নেদারল্যান্ডসের কাছে শেষ ওভারে হারলো নামিবিয়া

রাজার রাজকীয় ইনিংসে জয়ে শুরু জিম্বাবুয়ের

রাজার রাজকীয় ইনিংসে জয়ে শুরু জিম্বাবুয়ের

পাত্তাই পেল না উইন্ডিজ, আরেক অঘটন ঘটালো স্কটল্যান্ড

পাত্তাই পেল না উইন্ডিজ, আরেক অঘটন ঘটালো স্কটল্যান্ড

আমিরকে পেছনে ফেললেন ‌‘সবার ছোট’ আয়ান

আমিরকে পেছনে ফেললেন ‌‘সবার ছোট’ আয়ান