৬ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে এলপিএল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ১৯ নভেম্বর ২০২২
৬ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে এলপিএল

ফুটবল বিশ্বকাপের ডামাঢোলের মধ্যেই শুরু হচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগ- এলপিএল। ৬ ডিসেম্বর (মঙ্গলবরা) বর্তমান চ্যাম্পিয়ন জাফফানা ও গলের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের এলপিএলের আসর।

লিগপর্বের প্রথম ২০ ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়। এরপর কেন্ডি হয়ে এলপিএল যাবে কলম্বোতে। ফাইনাল রাউন্ডের ম্যাচগুলো সেখানে অনুষ্ঠিত হবে। ২১ ডিসেম্বর হবে কোয়ালিফায়ার-১ ও এলিমেনেটর ম্যাচ। পরদিন মাঠে গড়াবে কোয়লিফায়ার-২। কোনো বিরতি না দিয়ে ২৩ তারিখ অনুষ্ঠিত হবে এলপিএলের ফাইনাল।

এবারের টুর্নামেন্টে মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। স্থানীয় শ্রীলঙ্কান ক্রিকেটারদের সঙ্গে এলপিএলে মাঠ মাতাবেন বেশ কিছু আন্তর্জাতিক তারকা। তাদের মধ্যে রয়েছেন- এভিন লুইস, কার্লোস ব্র্যাথওয়েট, মালান, শোয়েব মালিকের মতো তারকা ক্রিকেটারের নাম।

এলপিএলের অফিশিয়াল প্রমোটর আইপিজির সিইও আনিল মোহন বলেছেন, শ্রীলঙ্কায় ক্রিকেট দেখার ক্ষুধাটা অনেক বেশি। আর আমরা দর্শকদের জন্য সেরা জিনিসটাই নিয়ে আসছি। পুরো ডিসেম্বর জুড়ে এলপিএলের মাধ্যমে আমরা টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ বিনোদিত করার চেষ্টা করবো।

তিনি আরও বলেন, শ্রীলঙ্কা সব সময়ই বিশ্বমানের ক্রিকেটার উপহার দিয়েছে। এর সঙ্গে এভিন লুইস, কার্লোস ব্র্যাথওয়েট, জানেমান মালানের মতো তারকাদের থাকা উপমহাদেশে এলপিএলের জনপ্রিয়তা আরও বাড়াবে। আমি নিশ্চিত আগের দুই আসরের মতো এটিও সফল হবে।

লিগের সবগুলো ম্যাচ শেষে শীর্ষ দুই দল খেলবে প্রথম কোয়ালিফায়ার। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল মাঠে নামবে এলিমেনেটরে। কোয়ালিফায়ার-১ এ জেতা দল সরাসরি ফাইনাল খেলবে। আর হেরে যাওয়া দল এলিমেনেটরের জয়ী দলের সঙ্গে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএল শুরুর আগেই শেষ হবে লঙ্কা প্রিমিয়ার লিগ, তারিখ চূড়ান্ত

বিপিএল শুরুর আগেই শেষ হবে লঙ্কা প্রিমিয়ার লিগ, তারিখ চূড়ান্ত

ড্রাফট শেষে যেমন হলো লঙ্কা প্রিমিয়ার লিগের দলগুলো

ড্রাফট শেষে যেমন হলো লঙ্কা প্রিমিয়ার লিগের দলগুলো

টানা দ্বিতীয়বার লঙ্কা প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো জাফনা

টানা দ্বিতীয়বার লঙ্কা প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো জাফনা

লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন পাঁচ টাইগার

লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন পাঁচ টাইগার