বাংলাদেশের টস হার, দলে নেই কোন পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯
বাংলাদেশের টস হার, দলে নেই কোন পরিবর্তন

চলমান ত্রিদেশীয় টি-২০ সিরিজের তৃতীয় ও নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করা সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। ফলে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে বাংলাদেশ।

দু’দলই তাদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়েছে। ফলে এ ম্যাচে যারা জিতবে তারা ফাইনালে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে যাবে। সেই মিশনে দু’দলই প্রথম ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে।

বাংলাদেশের জন্য এটি ঘুরে দাঁড়ানোর মিশন। কারণ চলতি সফরে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলে আফগানিস্তান। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর প্রথম সাক্ষাতেই বাংলাদেশকে হারিয়ে দেয় তারা।

বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ
রশিদ খান (অধিনায়ক), হযরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, গুলবদিন নাইব, নাজিব তারকাই, রহমানউল্লাহ গুরবাজ, আসগর আফগান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, করিম জানাত এবং ফরিদ মালিক।


শেয়ার করুন :


আরও পড়ুন

লাইভ : জিম্বাবুয়ে-আফগানিস্তান ম্যাচ

লাইভ : জিম্বাবুয়ে-আফগানিস্তান ম্যাচ

আফিফের কানে ‌‘মন্ত্র’ দিয়েছিলেন কোচ-অধিনায়ক

আফিফের কানে ‌‘মন্ত্র’ দিয়েছিলেন কোচ-অধিনায়ক

বড়দের ব্যর্থতায় তরুণদের ব্যাটে বাংলাদেশের জয়

বড়দের ব্যর্থতায় তরুণদের ব্যাটে বাংলাদেশের জয়

আফগানিস্তানের উড়ন্ত সূচনার বিপরীতে জিম্বাবুয়ের টানা হার

আফগানিস্তানের উড়ন্ত সূচনার বিপরীতে জিম্বাবুয়ের টানা হার