জুভেন্টাস ছাড়লেন মাতুইদি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৫ এএম, ১৪ আগস্ট ২০২০
জুভেন্টাস ছাড়লেন মাতুইদি

তিন বছর পর সমঝোতার ভিত্তিতে জুভেন্টাস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ব্লেইস মাতুইদি। ৩৩ বছর বয়সী মাতুইদি পিএসজি থেকে ২০১৭ সালে তুরিনে যোগ দিয়েছিলেন। তার সাথে জুভেন্টাসের বর্তমান চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি ছিল।

সূত্রমতে জানা গেছে, যুক্তরাষ্ট্রে ডেভিড বেকহ্যামের মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে মাতুইদি যোগ দিতে যাচ্ছেন। এক বিবৃতিতে জুভেন্টাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই ব্লেইস মাতুইদিকে জুভেন্টাস বিদায় জানাচ্ছে। আমাদের জার্সি গায়ে সে প্রতিটি ম্যাচেই হৃদয় থেকে লড়াই করে খেলেছে।’

২০১৮ বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলের হারানোর ম্যাচটি ফ্রান্সের হয়ে খেলেছেন মাতুইদি। জুভেন্টাসের হয়ে তিনি তিনটি সিরি-এ ও একটি করে ইতালিয়ান কাপ এবং ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতেছেন। এছাড়া পিএসজিতে থাকাকালীন চারটি লিগ ওয়ান শিরোপা জেতার কৃতিত্ব আছে তার। পিএসজিতে খেলার আগে তিনি ফরাসি ক্লাব ট্রোয়েস ও সেইন্ট-এতিয়েনে খেলেছেন।

জুভেন্টাসের হয়ে মাতুইদি ৯৮টি সিরি-এ ম্যাচসহ সবধরনের প্রতিযোগিতায় ১৩৩টি ম্যাচ খেলেছেন। আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালার ১৩৪টি ম্যাচে থেকে যা মাত্র একটি ম্যাচ কম। এবারের মৌসুমে জুভেন্টাসের টানা নবম শিরোপা জয়ে মাতুইদির অবদান ছিল।

ইনস্টাগ্রামে মাতুইদি লিখেছেন, ‘জুভেন্টাস পরিবারের সদস্য হতে পারাটা স্বপ্ন সত্যি হওয়ার মতই ঘটনা। বিষয়টা অত্যন্ত সম্মানের। এখানে আমি একটি অসাধরন প্রতিষ্ঠান ও চমৎকার কিছু সতীর্থ পেয়েছি, যারা আমার কাছে অনেক কিছু। সারাজীবন আমি জুভেন্টাসের এক নম্বর সমর্থক হয়ে থাকবো। সব কিছুর জন্য অনেক বড় একটি ধন্যবাদ পেতেই পারে জুভেন্টাস।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

চেলসির সাথে ৭ বছরের সম্পর্কের ইতি টানলেন উইলিয়ান

চেলসির সাথে ৭ বছরের সম্পর্কের ইতি টানলেন উইলিয়ান

জুভেন্টাসের নতুন কোচ আন্দ্রে পিরলো

জুভেন্টাসের নতুন কোচ আন্দ্রে পিরলো

ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে পুলিসিচ

ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে পুলিসিচ

চ্যাম্পিয়নস লিগ ব্যর্থতায় চাকরি হারালেন জুভেন্টাস কোচ

চ্যাম্পিয়নস লিগ ব্যর্থতায় চাকরি হারালেন জুভেন্টাস কোচ