৯ বছরের আইনি লড়াইয়ে মেসির জয়, থাকছে মেসি ব্র্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩২ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২০
৯ বছরের আইনি লড়াইয়ে মেসির জয়, থাকছে মেসি ব্র্যান্ড

দীর্ঘ ৯ বছরের আইনি লড়াই শেষে নিজের ব্র্যান্ডে নিজের নাম ও লোগো ব্যবহারের নিবন্ধন পেয়েছেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে আইনি লড়াই শেষে এ রায় দিয়েছে ইউরোপীয়ান আদালত।

২০১১ সালে স্পোর্টসওয়্যার ব্র্যান্ডে নিজের নাম ও লোগো ব্যবহারের জন্য আবেদন করেছিলেন মেসি। তবে নিজের ব্র্যান্ডে নিজের নাম ব্যবহার করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছিল মেসিকে। যার নেপথ্যে স্পেনের সাইকেল ও ক্রীড়া সামগ্রী বিক্রি করা একটি কোম্পানি। যারা কি-না ‘মেসি’ নামে কোম্পানি খুলে ব্যবসা করে যাচ্ছিল।

যে কারণে তাদের বিরুদ্ধে মামলা জুড়ে দেন মেসি। সাইকেল ও ক্রীড়া সামগ্রী কোম্পানির ব্র্যান্ডের নাম ম্যাসি। ইংরেজিতে যা লেখা হয় Massi এবং ফুটবলার মেসির নামের ইংরেজি বানান হচ্ছে Messi. স্প্যানিশ ব্র্যান্ডের যুক্তি ছিল, দু'টি নাম একইরকম এবং ইংরেজি বানানও খুব কাছাকাছি। সে কারণে বিশ্বে পণ্যের ক্রেতাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। যে কারণে তারা মেসির বিপক্ষে অবস্থান নিয়েছিল।

তবে তাদের যুক্তি টেকেনি ইউরোপীয়ান আদালতের কাছে। দীর্ঘদিনের লড়াই শেষে এই মামলার রায় দিয়েছে ইউরোপীয়ান আদালত। রায়ে তারা জানিয়েছে, মেসি নাম বিশ্বব্যাপী এতটাই পরিচিত যে এই নাম নিয়ে কোনো রকম বিভ্রান্তি সৃষ্টির হবে না। তাই লিওনেল মেসিকে ‘মেসি’ নাম দিয়ে ট্রেডমার্ক ব্যবহার করার রায় দেওয়া হয়েছে।

এদিকে মেসি যখন নিজের ব্র্যান্ডে নিজের নাম ব্যবহারে অনুমতি পেল তখন মেসির আয় নিয়ে চলছে চারিদিকে আলোচনা। ফ্রান্স ফুটবল সাময়িকীর মতে, বিশ্বে সবচেয়ে বেশি আয়ের তালিকায় শীর্ষে মেসি। তিনি আয়ের দিক থেকে ছাড়িয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

১০ বছরের সম্পর্কের ইতি, আর্সেনাল ছেড়ে অ্যাস্টন ভিলায় মার্টিনেজ

১০ বছরের সম্পর্কের ইতি, আর্সেনাল ছেড়ে অ্যাস্টন ভিলায় মার্টিনেজ

করোনার ভয়ে ৩৭ গোল হজম!

করোনার ভয়ে ৩৭ গোল হজম!

রোনালদোর দেশে লাফিয়ে বাড়ছে করোনা, শঙ্কায় পর্তুগাল লিগ

রোনালদোর দেশে লাফিয়ে বাড়ছে করোনা, শঙ্কায় পর্তুগাল লিগ

দুর্দান্ত দুই গোলে ভক্তদের মন কাড়লেন মেসি

দুর্দান্ত দুই গোলে ভক্তদের মন কাড়লেন মেসি