ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের তিন ধাপ উন্নতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৬ এএম, ২৮ নভেম্বর ২০২০
ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের তিন ধাপ উন্নতি

ফিফা র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ ফুটবলের। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার সর্বশেষ প্রকাশিক র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৪। যেখানে গত মাসে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল ১৮৭। বাংলাদেশ ছাড়াও সর্বশেষ প্রকাশিক র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে সদ্য প্রয়াত দিয়েগো ম্যারাডোনার দেশ আর্জেন্টিনার।

মুজিববর্ষ উপলক্ষে নেপালের বিপক্ষে ঢাকায় আয়োজিত দুটি প্রীতি ম্যাচে সিরিজ জয়ের ফল ফেয়েছে বাংলাদেশ। সিরিজে দুই ম্যাচের প্রথমটিতে ২-০ এবং দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র হওয়া ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এর ফলে জেমি ডের দলের পাশে র‍্যাঙ্কিং পয়েন্ট বেড়েছে ৬টি। বর্তমানে বাংলাদেশের পয়েন্ট ৯২০, যা এক মাস আগেও ছিল ৯১৪।

অন্যদিকে ২০২২ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের শুরুটা বেশ ভালো হয়েছে আর্জেন্টিনার। লিওনেল মেসিদের দল ৪ ম্যাচের মধ্যে ৩টিতে জয় এবং একটিতে ড্র করেছে। এর ফলে র‍্যাঙ্কিংয়ে পুরস্কারও পেয়েছেন মেসিরা।

গত মাসে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৮ নম্বরে ছিল আর্জেন্টিনা। এক মাসের আরেক ধাপ এগিয়ে ৭ নম্বরে উঠে এসেছে তারা। র‍্যাঙ্কিং তাদের পয়েন্ট বেড়েছে ৬টি। আর্জেন্টিনার বর্তমান র‍্যাঙ্কিং পয়েন্ট ১৬৪২।

বাংলাদেশ-আর্জেন্টিনার জন্য সুখবর থাকলেও নতুন র‌্যাংকিংয়ে ব্রাজিলের জন্য অবশ্য হতাশার। কারণ, বিশ্বকাপ বাছাইয়ে চার ম্যাচের সবগুলো জিতলেও নতুন র‍্যাঙ্কিংয়ে তার প্রভাব পড়েনি। প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ৩ নম্বরেই রয়েছে ব্রাজিল। তবে ১৮ পয়েন্ট বেড়ে এখন তাদের পয়েন্ট ১৭২৫।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নেপালকে হারিয়ে ১০ লাখ টাকা পুরস্কার পাচ্ছে জামাল ভূঁইয়ারা

নেপালকে হারিয়ে ১০ লাখ টাকা পুরস্কার পাচ্ছে জামাল ভূঁইয়ারা

নেপালকে ২-০ গোলে হারিয়ে দিল বাংলাদেশ

নেপালকে ২-০ গোলে হারিয়ে দিল বাংলাদেশ

এশিয়া অঞ্চলের বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্ব স্থগিত

এশিয়া অঞ্চলের বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্ব স্থগিত

চার ধাপ পেছালো বাংলাদেশ নারী ফুটবল দল

চার ধাপ পেছালো বাংলাদেশ নারী ফুটবল দল