দুই মৌসুম পর কোয়ার্টার ফাইনালে রিয়াল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৪ এএম, ১৮ মার্চ ২০২১
দুই মৌসুম পর কোয়ার্টার ফাইনালে রিয়াল

ইতালিয়ান ক্লাব আটালান্টাকে বিদায় দিয়ে দুই মৌসুম পর উয়েফা চ্যাম্পিয়নস ফুটবল লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে মঙ্গলবার রাতে আটালান্টাকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।

নিজেদের ঘরের মাঠে আলফ্রেড ডি স্টেফানো স্টেডিয়ামে শুরু থেকে বল দখলে পারদর্শী ছিল আটালান্টা। তবে প্রথম লেগে ১-০ গোলে জয় পাওয়া রিয়াল দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের জিতে শেষ আটের টিকিট নিশ্চিত করে।

ম্যাচে শুরুতে প্রতিপক্ষের আক্রমণ সামলাতে অনেকটা ব্যাকফুটে থাকলেও বেশিক্ষণ রক্ষণাত্মক থাকতে হয়নি রিয়ালের। দ্রুতই বল দখলে নিয়ে আক্রমণের পরিকল্পনা করে। যার ফলে ২৭ মিনিটে প্রথম গোলের সুযোগ পায়। তবে বেনজেমার পাস থেকে আটালান্টার ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও গোল করতে ব্যর্থ হন ভিনিসিয়াস জুনিয়র।

তবে ম্যাচের ৩৪ মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষকের ভুল পাসে রিয়ালের লুকা মড্রিচ বাড়িয়ে দেওয়া বলে ভুল করেননি বেনজেমা। সুযোগ কাজে লাগিয়ে রিয়ালকে ১-০ গোলে এগিয়ে দেন। এ নিয়ে টানা তিন ম্যাচে গোলের দেখা পেলেন বেনজেমা। সেই সাথে চ্যাম্পিয়নস লিগে ৭০তম গোল করেন। এছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় চার নম্বরে থাকা রাউল গনজালেজের পাশে বসলেন বেনাজামা।

দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান দ্বিগুণ করতে ১৫ মিনিট অপেক্ষা করতে হয়েছে রিয়ালের। ৬০গত মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সার্জিও রামোস। ২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচ শেষ করার পথেই ছিল রিয়াল। তবে ম্যাচের শেষ দিকে গোলের ব্যবধান কমিয়ে উত্তেজনা বাড়ায় আটালান্টা।

৮৩ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিক থেকে রিয়ালের রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে দারুণ এক গোল করেন আটালান্টার কলম্বিয়ার স্ট্রাইকার লুইস মুরিয়েল। এতে ম্যাচের স্কোর লাইন দাঁড়ায় ২-১। ফলে বাকি সময়ে গোলের প্রত্যাশায় সমতা আনতে আত্মবিশ্বসাী হয়ে উঠে আটালান্টা।

আটালান্টার স্বপ্নে পানি ঢেলে দেন রিয়াল মাদ্রিদের মার্কো অ্যাসেনসিও। ৮৪তম মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন দু’মিনিট আগেই বদলি হিসেবে নামা অ্যাসেনসিও। লুকাস ভাসকুয়েজের কাছ থেকে পাস পেয়ে তীব্র শটে প্রতিপক্ষের জালে বলকে জড়ান আসেনসিও।

শেষ পর্যন্ত ৩-১ গোলে দ্বিতীয় লেগের ম্যাচ জিতে শেষ আটে উঠে রিয়াল মাদ্রিদ। ২০১৯ মৌসুমে আয়াক্সের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল রিয়াল। গত মৌসুমেও ম্যানচেস্টার সিটির কাছে হেরে শেষ ষোলোতে মিশন থামাতে বাধ্য হয়েছিল রিয়াল।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

১০ দলেই কোপা আমেরিকা

১০ দলেই কোপা আমেরিকা

রোনালদোকে পেলের অভিনন্দন

রোনালদোকে পেলের অভিনন্দন

জমে উঠেছে ব্যালন ডি’অর জয়ের লড়াই

জমে উঠেছে ব্যালন ডি’অর জয়ের লড়াই

দেশের হয়েই খেলবেন জামাল, ছেড়ে দিয়েছে কলকাতা

দেশের হয়েই খেলবেন জামাল, ছেড়ে দিয়েছে কলকাতা