রিয়াল মাদ্রিদ ছাড়ার আভাস জিদানের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৯ এএম, ০৯ মে ২০২১
রিয়াল মাদ্রিদ ছাড়ার আভাস জিদানের

কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণই ছিলেন জিনেদিন জিদান। সেই জিদানই আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের ডাগ-আউটে দাঁড়াবে কিনা তা নিশ্চিত নয় ! সম্প্রতি চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বাদ পড়ার পর রিয়াল মাদ্রিদ ছাড়ার আভাস দেন জিদান নিজেই। 

২০১৬ সালে রিয়ালের দায়িত্ব নেন জিদান। মাঝে চুক্তি বাড়ানো হয় ৪ বছরের জন্য, যেটি শেষ হবে ২০২২ সালে। জিদানের হাত ধরে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ সাফল্যের রেকর্ডও রয়েছে। তবে, এ বছর দলকে ফাইনালে তুলতে না পারায় দারুণ হতাশ জিদান। 

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে না পারার হতাশার পাশাপাশি দলের বড় তারকাদের নিয়মিত ইঞ্জুরি সমস্যাতে বিরক্ত জিদান। ক্লাবের অভ্যন্তরীণ কিছু ঝামেলাও জিদানের রিয়াল মাদ্রিদ ত্যাগের কারণ হতে পারে। 

তাছাড়া কোভিডের কারণে এক বছর ধরে এক ঘেয়েমি জীবনে বিরক্ত জিদান সহযোগিতা পাননি দলের কিছু সিনিয়র ফুটবলারদের থেকেও। 

তবে, রিয়াল মাদ্রিদের ক্লাব কর্মকর্তারা আশাবাদী যে, জিদান রিয়ালেই থাকবেন। চুক্তি পর্যন্ত রিয়ালের হয়েই দায়িত্ব পালন করবেন তিনি আশা তাদের। তবে  জিনেদিন জিদান চলে গেলে বিকল্প কে হবে? এমন মুহূর্তের জন্যও নিজেদের প্রস্তুত রাখছেন তারা। প্রাথমিক ভাবে তিনজনের নাম রয়েছে তাদের কাছে, যারা হতে পারেন জিদানের যোগ্য উত্তরসূরী। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অপ্রতিরোধ্য বসুন্ধরা, শীর্ষস্থান আরও পাকাপোক্ত

অপ্রতিরোধ্য বসুন্ধরা, শীর্ষস্থান আরও পাকাপোক্ত

নেইমারকে নিয়ে গুঞ্জন তৈরির সুযোগ দিচ্ছে না পিএসজি

নেইমারকে নিয়ে গুঞ্জন তৈরির সুযোগ দিচ্ছে না পিএসজি

বাড়ি ফেরার অপেক্ষায় জীবন

বাড়ি ফেরার অপেক্ষায় জীবন

হেরেও ফাইনালে ইউনাইটেড

হেরেও ফাইনালে ইউনাইটেড