চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে শঙ্কায় রোনালদোর জুভেন্টাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৮ পিএম, ১১ মে ২০২১
চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে শঙ্কায় রোনালদোর জুভেন্টাস

ফাইল ফটো

ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমিয়েছিলেন নতুন চ্যালেঞ্জ নেওয়ার লক্ষ্য। সাথে জুভেন্টাস সমর্থকদের মনে গড়ে তুলেছিলেন ইউরোপ সেরা হবার স্বপ্ন। কিন্তু ইউরোপ সেরার হওয়া তো দূরের বিষয়, আগামী মৌসুম চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিয়েই তৈরি হয়েছে বেশ সংশয়।

টানা নয়বার ইতালিয়ান সিরি’এ’ জেতা জুভেন্টাস এবার শিরোপার রেস থেকে ছিটকে গেছে বেশ আগেই। তাদের ব্যর্থতার এ মৌসুমে শিরোপা ঘরে তুলেছে ইন্টার মিলান। শনিবার (১০ মে) ইন্টারের নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের কাছে ৩-০ ব্যবধানে ম্যাচে হেরে সেরা চারের লড়াই থেকেও ছিটকে পড়েছে রোনালদোর জুভেন্টাস।

জুভেন্টাসকে ৩-০ ব্যবধানে হারিয়ে লিগের সেরা চারে নিজেদের অবস্থান কিছুটা শক্ত করেছে এসি মিলান। এর ফলে সাত মৌসুম চ্যাম্পিয়নস লিগে দেখা যাবে এসি মিলানকে। ৩৫ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তিন নম্বরে আছে তারা। চার নাম্বারে থাকা নেপোলির পয়েন্ট ৩৫ ম্যাচে ৭০ পয়েন্ট।

সমান সংখ্যক ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে জুভেন্টাস। লিগে আর বাকি ৩ ম্যাচ। এ সময়ে ম্যাচ জিতে সেরা চারে জায়গা করে নেওয়া সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হবে তুরিনের ওল্ড লেডিদের জন্য।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতীয়দের রাজত্বে ভাগ বসালেন বাবর

ভারতীয়দের রাজত্বে ভাগ বসালেন বাবর

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বাঁশের ব্যাট, ক্রিকেটারদের ‌‘নতুন স্বপ্ন’

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বাঁশের ব্যাট, ক্রিকেটারদের ‌‘নতুন স্বপ্ন’

ইংল্যান্ড সফরের আগেই ভ্যাকসিন নিলেন কোহলি

ইংল্যান্ড সফরের আগেই ভ্যাকসিন নিলেন কোহলি

বিশ্বকাপে অভিজ্ঞ মালিঙ্গাতেই আস্থা শ্রীলঙ্কার

বিশ্বকাপে অভিজ্ঞ মালিঙ্গাতেই আস্থা শ্রীলঙ্কার