শেষ চারে দ্য ব্লুজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫০ পিএম, ১৯ মার্চ ২০১৮
শেষ চারে দ্য ব্লুজ

বার্সেলোনার কাছে চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার হারের স্মৃতি এখনও টাটকা৷ যদিও সেই ধাক্কা ঝেড়ে ফেলে সমর্থকদের অন্য একটি ট্রফি উপহার দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে কোন্তের দ্য ব্লুজ৷ কোয়ার্টার ফাইনালে লেস্টারের বাধা টপকে চেলসি পৌঁছে যায় এফএ কাপের শেষ চারে৷

লেস্টারের ঘরের মাঠে এমন নকআউট ম্যাচে চাপ ছিল চেলসির উপরেই৷ যদিও চাপটাকে ঘাড়ের উপর চেপে বসতে দেননি আলভারো মোরাতা, পেড্রোরা৷ বরং বলা ভালো পরিবর্ত হিসাবে মাঠে নেমে ম্যাচের অতিরিক্ত সময়ে বাজি মাৎ করেন প্রাক্তন বার্সা তারকা পেড্রোই৷

ম্যাচের আগে চেলসি কোচ কোন্তে জানিয়েছিলেন যে, এফএ কাপ তাঁদের কাছে অতটা গুরুত্বপূর্ণ নয়৷ টুর্নামেন্টটিকে হালকাভাবে নেওয়ার মাশুল দিতে হত চেলসিকে, যদি না এক্সট্রা টাইমে লেস্টার গোলরক্ষক ভুল করে বসতেন৷

ম্যাচের ৪২ মিনিটে উইলিয়ানের পাস থেকে গোল করে চেলসিকে এগিয়ে দেন মোরাতা৷ চলতি বছরে চেলসির হয়ে এটিই প্রথম গোল তাঁর৷ দ্বিতীয়ার্ধে জেমি ভার্ডির গোলে ম্যাচে সমতা ফেরায় লেস্টার৷ ম্যাচের ৭৬ মিনিটে চেলসির জালে বল জড়ান তিনি৷

৯০ মিনিটের নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলের সমতায় শেষ হয়৷ নিস্পত্তির জন্য ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে ১০৫ মিনিটে চেলসিকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন পেড্রো৷ এনগোলো কান্তের ক্রস থেকে গোল করে দ্য ব্লুজদের উপর্যুপরি দ্বিতীয়বার এফএ কাপের সেমিফাইনা খেলা নিশ্চিত করেন স্প্যানিশ তারকা৷

শেষ চারের লড়াইয়ে চেলসিকে সামলাকে হবে সাউদাম্পটনের চ্যালেঞ্জ৷ অপর সেমিফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড খেলবে টটেনহ্যামের বিরুদ্ধে৷


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসির সামনে লড়াকু চেলসি

মেসির সামনে লড়াকু চেলসি

স্বপ্নভঙ্গ ম্যানইউ, কোয়ার্টার ফাইনালে সেভিল্লা

স্বপ্নভঙ্গ ম্যানইউ, কোয়ার্টার ফাইনালে সেভিল্লা

২ কোটি টাকা আয়ের লক্ষ্য বাফুফের

২ কোটি টাকা আয়ের লক্ষ্য বাফুফের

নেইমারকে ছাড়া প্রীতি ম্যাচে ব্রাজিল দল

নেইমারকে ছাড়া প্রীতি ম্যাচে ব্রাজিল দল