নেইমারহীন অলিম্পিকের ব্রাজিল দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২২ এএম, ১৯ জুন ২০২১
নেইমারহীন অলিম্পিকের ব্রাজিল দল

টোকিও অলিম্পিকের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছেন কনফেডারেশন ডি ব্রাজিল ফুটবল (সিবিএফ)। এ দলে জায়গা পাননি ব্রাজিলিয়ান তারকা নেইমার। টোকিও অলিম্পিকে ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড পড়বেন অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেস। অলিম্পিকের ফুটবল ইভেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল।

টোকিও অলিম্পিকে খেলার ইচ্ছা পোষণ করেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) নিশ্চিত করেছে টোকিও অলিম্পিকে খেলার জন্য ছাড়পত্র দিচ্ছে না। কোপা আমেরিকার চলতি আসরের দলে দানি আলভেসের জন্য জায়গা নিশ্চিত ছিল। শেষ মুহূর্তের হাটুর ইনজুরির কারণে কোপা আমেরিকার দলে আলভেসের জায়গা হয়নি।

sportsmail24

অলিম্পিকের আসরে ফুটবলে ইভেন্টে খেলতে পারে অনূর্ধ্ব ২৩ দল। তবে স্কোয়াডে ২৩ বছরের উর্দ্ধে তিন জন খেলোয়াড় নিতে পারে দলগুলো। এ যোগ্যতায় এবার ব্রাজিলের হয়ে অলিম্পিক খেলবেন গোলকিপার সান্তোস, ডিফেন্ডার ডিয়েগো কার্লোস এবং দানি আলভেস।

সবচেয়ে সিনিয়র ফুটবলার হিসেবে অলিম্পিক দলে খেলবেন দানি আলভেস। তাই তার হাতেই অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেওয়া হয়েছে।

ব্রাজিল স্কোয়াড

সান্তোস (অ্যাথলেটিকো প্যারানেন্স), ব্রেনো (গ্রেমিও), দানি আলভেস (সাও পাওলো), গ্যাব্রিয়েল মেনিনো (পালমেইরাস), গুইলহারমি অ্যারানা (অ্যাথলেটিকো মিনেইরো), গ্যাব্রিয়েল মাঘালেস (আর্সেনাল), নিনো (ফ্লুমিনেন্স), ডিয়েগো কার্লোস (সেভিয়া), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), ব্রুনো গুইমারাস (লিওন), গারসন (ফ্লেমিঙ্গো), ক্লাওডিনহো (রেড বুল ব্রাগান্টিনো), ম্যাথিউস হেনরিখ (গ্রেমিও), ম্যাথিউস কুনহা (হার্থা বার্লিন), ম্যালকম (জেনিথ), অ্যান্টিনি (আয়াক্স), পাওলিনহো (বায়ার লেভারকুসেন), পেদ্রো (ফ্ল্যামিঙ্গো)।

স্পোর্টসমেইল২৪/পিপিআর  

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বসুন্ধরা কিংসের এলিটা কিংসলে এখন পূর্ণ বাংলাদেশি

বসুন্ধরা কিংসের এলিটা কিংসলে এখন পূর্ণ বাংলাদেশি

তবুও থাকতে চেয়েছিলেন রামোস, রাখলো না রিয়াল

তবুও থাকতে চেয়েছিলেন রামোস, রাখলো না রিয়াল

১১৭ বছর পর রিয়ালে বিদেশি কাপ্তান

১১৭ বছর পর রিয়ালে বিদেশি কাপ্তান

চ্যাম্পিয়নস লিগের আমন্ত্রণ পেয়েছে রিয়াল-বার্সা-জুভেন্টাস

চ্যাম্পিয়নস লিগের আমন্ত্রণ পেয়েছে রিয়াল-বার্সা-জুভেন্টাস