কোপা আমেরিকায় একদিনে করোনাক্রান্ত ৬৬

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৯ এএম, ২৩ জুন ২০২১
কোপা আমেরিকায় একদিনে করোনাক্রান্ত ৬৬

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত ব্রাজিল। এর মধ্যে ব্রাজিল জুড়ে অনুষ্ঠিত হচ্ছে কোপা আমেরিকার এবারের আসর। টুর্নামেন্ট শুরুর আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন ভেনিজুয়েলার আট ফুটবলার। সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ১৪০ জন খেলোয়াড়, কর্মকর্তা এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

উদ্বোধনী ম্যাচের আগেই করোনা শনাক্তের খবর পাওয়া গিয়েছিল। টুর্নামেন্ট এর অর্ধেক আসতে না আসতেই সেই শনাক্তের সংখ্যা দেড়শ ছুঁইছুঁই।

কনমেবল দিয়েছে আরও ভয়ংকর তথ্য। শুধু মাত্র গত বৃহস্পতিবারই টুর্নামেন্ট এর ৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। ওই ৬৬ জন সহ মোট ১৪০ জন এখন পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে কনমেবল।

প্রথমদিকে খেলোয়াড়-স্টাফ আক্রান্তের হিড়িক পড়লেও অবশ্য টুর্নামেন্টের মাঝামাঝি এসে হোটেলকর্মী, দলগুলোর দেখাশুনার দায়িত্বে থাকা কর্মী, টুর্নামেন্টের নানাবিধ কাজে সংশ্লিষ্টের মাঝে শনাক্তের হার বাড়ছে।

এদিকে, করোনায় বিপর্যস্ত ব্রাজিল কোপা আমেরিকা আয়োজনে যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে হোটেলে নারীদের নিয়ে পার্টি করে বিতর্কের জন্ম দিল চিলির ফুটবলাররা। বিষয়টি নিয়ে শুরু হয়েছে তোলপাড়। বিষয়টি প্রমাণিত হলে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে দেশে।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্রাজিলে নারী নিয়ে পার্টি, চিলির পাঁচ ফুটবলারের বিরুদ্ধে তদন্ত

ব্রাজিলে নারী নিয়ে পার্টি, চিলির পাঁচ ফুটবলারের বিরুদ্ধে তদন্ত

এলিটা-নবাবদের জাতীয় দলের পথ দেখালেন জেমি ডে

এলিটা-নবাবদের জাতীয় দলের পথ দেখালেন জেমি ডে

সুযোগ পেলে বাংলাদেশের হয়ে খেলবেন হামজা চৌধুরী

সুযোগ পেলে বাংলাদেশের হয়ে খেলবেন হামজা চৌধুরী

নতুন রেকর্ডে পা মেসির

নতুন রেকর্ডে পা মেসির