নতুন এক রেকর্ড পেদ্রির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৯ এএম, ০১ জুলাই ২০২১
নতুন এক রেকর্ড পেদ্রির

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দারুণ ছন্দে রয়েছেন স্পেনের উঠতি তারকা ফুটবলার পেদ্রি। চলমান ইউরোতে নতুন এক রেকর্ড করলেন পেদ্রি। সবচেয়ে কম বয়সী স্প্যানিশ খেলোয়াড় হিসেবে মহাদেশীয় প্রতিযোগিতাটিতে খেলার রেকর্ড গড়ার পর এবার প্রতিযোগিতাটির নকআউট পর্বে খেলা সর্বকনিষ্ঠ ফুটবলার হয়ে গেলেন এই মিডফিল্ডার।

ক্রোয়েশিয়ার বিপক্ষে সোমবার (২৮ জুন) কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে শেষ ষোলোয় ম্যাচে নামার মধ্য দিয়ে রেকর্ডটি গড়েন পেদ্রি। ১৮ বছর ২১৫ দিন বয়সে মাঠে নেমে তিনি ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড ওয়েইন রুনি ও বর্তমান স্ট্রাইকার মার্কাশ রাশফোর্ডের রেকর্ড ভাঙেন।

ওইদিন রেকর্ডই শুধু ভাঙেননি তিনি, পুরো ম্যাচ জুড়েই খেলেছিলেন দারুণ। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৫-৩ গোলে জয় পায় স্পেন। সেই জয়ে পেদ্রির ভূমিকাও ছিল চোখে পড়ার মতো। এখন পর্যন্ত টুর্নামেন্ট এর চার ম্যাচের সবগুলোতেই পুরো সময় খেলেছেন তিনি।

আসরে গোলের সুযোগ তৈরি করা খেলোয়াড়দের তালিকায়ও যৌথভাবে শীর্ষে অবস্থান পেদ্রির। জর্দি আলবার মতো তিনিও এখন পর্যন্ত ১০টি সুযোগ তৈরি করেছেন।

এছাড়া প্রতিপক্ষের অর্ধে তার চেয়ে বেশি পাস আর কেউ দেয়নি, ২৩৩টি। সুইডেনের বিপক্ষে ‘ফাইনাল থার্ড’-এ তার পাস ছিল ৪৮টি, যা চলতি আসরে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ। এই জায়গায় চার ম্যাচ মিলিয়ে তার ১১৪ পাসও আসরে সর্বোচ্চ। ​

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 

 


শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ হলো জার্মানির জোয়াকিম লো অধ্যায়

শেষ হলো জার্মানির জোয়াকিম লো অধ্যায়

ইউরোতে ব্যর্থ নেদারল্যান্ড, কোচের পদত্যাগ

ইউরোতে ব্যর্থ নেদারল্যান্ড, কোচের পদত্যাগ

ইউরোর শেষ আটের সূচি প্রকাশ

ইউরোর শেষ আটের সূচি প্রকাশ

সাউথগেটের মধুর প্রতিশোধ, জার্মানিদের বিদায় করলো ইংলিশরা

সাউথগেটের মধুর প্রতিশোধ, জার্মানিদের বিদায় করলো ইংলিশরা