রিয়ালে যোগ দিয়েই করোনাক্রান্ত আলাবা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩২ এএম, ৩০ জুলাই ২০২১
রিয়ালে যোগ দিয়েই করোনাক্রান্ত আলাবা

বায়ার্ন মিউনিখ থেকে এই মৌসুমেই রিয়াল মাদ্রিদে যোগ দেন অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবা। নতুন ক্লাবে এসেই করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। আলাবার করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

আলাবার কোভিড পজিটিভ হওয়ার খবরটি নিশ্চিত করে বুধবার (২৮ জুলাই) এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, 'রিয়াল মাদ্রিদ জানাচ্ছে যে আমাদের খেলোয়াড় ডেভিড আলাবা কোভিড পরীক্ষায় পজিটিভ হয়েছে।'

কোভিড পজিটিভ হওয়ায় এসি মিলানের বিপক্ষে ক্লাবের আসন্ন প্রীতি ম্যাচে খেলা নিয়ে শঙ্কায় আলাবা। আগামী ৮ আগস্ট ইতালিয়ান জায়ান্টদের মুখোমুখি হবে রিয়াল।

স্পেনে কোভিড প্রটোকল অনুযায়ী এখন ১০ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকবেন আলাবা। মিলানের বিপক্ষে ম্যাচের একদিন আগে তার করোনা পরীক্ষা হবে। নেগেটিভ ফল এলে খেলতে পারবেন তিনি।

আগামী ১৪ আগস্ট রিয়াল মাদ্রিদের লা লিগা মৌসুম শুরু হবে। তার আগে আলাবার করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার খবর চিন্তায় ভাঁজ ফেলেছে। মৌসুমের শুরু থেকেই তাকে পুরো ফিট পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় জেগেছে।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

ফিফার কাছ থেকে ৪ কোটি টাকা পেল বাফুফে

ফিফার কাছ থেকে ৪ কোটি টাকা পেল বাফুফে

অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ

অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ

অলিম্পিক থেকে আর্জেন্টিনা ফুটবল দলের বিদায়

অলিম্পিক থেকে আর্জেন্টিনা ফুটবল দলের বিদায়

ব্রাজিলিয়ানদের দেশপ্রেম নেই  : দানি আলভেস

ব্রাজিলিয়ানদের দেশপ্রেম নেই : দানি আলভেস