এশিয়া সফরে আসছে ম্যানসিটি, লিভারপুল ও বায়ার্ন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ১৬ মে ২০২৩
এশিয়া সফরে আসছে ম্যানসিটি, লিভারপুল ও বায়ার্ন

গ্রীষ্মে এশিয়া সফরে আসবে প্রিমিয়ার লিগের দুই প্রতিদ্বন্দ্বি ম্যানচেস্টার সিটি ও লিভারপুল এবং বুন্দেসলিগা জায়ান্ট বায়ার্ন মিউনিখ। এছাড়া লা লিগার নতুন মুকুট লাভ করা বার্সেলোনাও এশিয়া সফরে আসছে।

মঙ্গলাবর (১৬ মে) ইউরোপের ক্লাবগুলোর মহাদেশীয় সফর সূচি ঘোষণা করা হয়েছে। যেখানে প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার পথে থাকা পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি টোকিওতে প্রীতি ম্যাচ খেলবে সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখ ও জাপানি চ্যাম্পিয়ন ইয়কোহামা এফ মারিনোসের বিপক্ষে।

চলতি বছরের ২৩ জুলাই মারিনোসের মোকাবেলা করবে সিটি। তিনদিন পর বায়ার্নের মুখোমুখি হবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। দুটি ম্যচই অনুষ্ঠিত হবে টোকিও জাতীয় স্টেডিয়ামে।

সিঙ্গাপুরের উদ্দেশ্যে জাপান ছাড়ার আগে বায়ার্ন আরেকটি প্রীতি ম্যাচ খেলবে জে লিগের ক্লাব কাওয়াসাকি ফ্রন্টালের বিপক্ষে। সিঙ্গাপুর গিয়ে ২ আগস্ট লিভারপুলের মোকাবেলা করবে জার্মান জায়ান্টরা। সেখানে ৩০ জুলাই লিস্টার সিটির বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে জার্গেন ক্লপের শিষ্যরা।

এদিকে, নতুন কোচের অধীন অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুর সফরে যাবে প্রিমিয়ার লিগের আরেক ক্লাব টটেনহ্যাম হটস্পার্স। এন্টনিও কন্টের পরিবর্তিত হিসেবে একজন স্থায়ী কোচের সন্ধানে থাকা স্পার্সরা ১৮ জুলাই পার্থে লড়বে ওয়েস্টহ্যামের বিপক্ষে। সেখান থেকে ব্যংকক সফরে যাবে তারা।

২৩ জুলাই মুখোমুখি হবে লিস্টার সিটির। ২৫ জুলাই সিঙ্গাপুরে হোসে মরিনহোর রোমার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া সফরের ইতি টানবে ক্লাবটি।

লা লিগার নতুন মুকুট লাভ করা বার্সেলোনাও এশিয়া সফর করবে। লিগ মৌসুম শেষ করার পরপরই ৬ জুন টোকিওতে আন্দ্রেস ইনিয়েস্তার ভিসেল কোভের মুখোমুখি হবে জাভি হার্নান্দেসের শিষ্যরা।


শেয়ার করুন :