ম্যাচ শুরু আগ মুহূর্তে শেখ জামালের কোচ বরখাস্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৬ এএম, ১০ আগস্ট ২০২১
ম্যাচ শুরু আগ মুহূর্তে শেখ জামালের কোচ বরখাস্ত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বসুন্ধরা কিংস এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচের তখন ঘন্টা দুয়েক সময় বাকি। ঠিক এমন সময়েই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ শফিকুল ইসলাম মানিককে ছাটাই করা হয়েছে। তবে ঠিক কি কারণে ছাটাই করা হয়েছে তা এখনও জানানো হয়নি।

ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত, এমন সমীকরণ নিয়েই শেখ জামালের মুখোমুখি হয়েছে বসুন্ধরা কিংস। শেখ জামালের জন্যও এএফসি কাপের প্লে অফ নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। এমন ম্যাচের আগে কোচ মানিককে বরখাস্ত করায় বিস্মিত হয়েছেন অনেকেই। শেখ জামালের এমন সিদ্ধান্তের কারণ জানেন না খোদ কোচ শফিকুল ইসলাম মানিক।

প্রিমিয়ার লিগ ফুটবলে পয়েন্ট টেবিলে দুই নম্বরে আছে শেখ জামাল। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান নিশ্চিত করার জন্য বসুন্ধরা বিপক্ষে ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দুই নম্বরে থাকা দল এএফসি কাপের প্লে অফ খেলার সুযোগ পাবে।

মঙ্গলবার (৯ আগস্ট) বিকাল তিনটায় সংবাদ সম্মেলন করবেন কোচ শফিকুল ইসলাম মানিক। সেখানেই নিজের বক্তব্য তুলে ধরবেন।

সোমবার (৮ আগস্ট) বসুন্ধরার বিপক্ষ ম্যচে শেখ জামালের হয়ে ডাগ আউটে দাঁড়িয়েছেন মোশারফ হোসেন বাদল। ভারপ্রাপ্ত কোচ হিসেবে তাকে নিয়োগ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক শেখ জামালের এক কর্মকর্তা জানিয়েছে চলতি বছরের মে মাসে আরামবাগের কাছে ৩-১ গোলে হারের পর মানিককে ছাটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়াও সর্বশেষ লিগ ম্যাচে এগিয়ে থেকেও আবাহনীর বিপক্ষে ২-২ গোল ড্র করেছিল শেখ জামাল।

প্রিমিয়ার লিগের ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামে লড়ছে শেখ জামাল এবং বসুন্ধরা কিংস। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে আছে বসুন্ধরা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের ভেন্যু উজবেকিস্তান

এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের ভেন্যু উজবেকিস্তান

আর্মি স্টেডিয়ামেও হবে প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচ

আর্মি স্টেডিয়ামেও হবে প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচ

ডুরান্ড কাপে আমন্ত্রণ পেল বাংলাদেশের দুই ক্লাব

ডুরান্ড কাপে আমন্ত্রণ পেল বাংলাদেশের দুই ক্লাব

বসুন্ধরার মালদ্বীপ সফরের সময়ও চলবে প্রিমিয়ার লিগ

বসুন্ধরার মালদ্বীপ সফরের সময়ও চলবে প্রিমিয়ার লিগ