বায়ার্ন ম্যাচ বার্সার জন্য ফাইনাল :  ডিপাই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ০৭ ডিসেম্বর ২০২১
বায়ার্ন ম্যাচ বার্সার জন্য ফাইনাল :  ডিপাই

উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার শঙ্কা নিয়ে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে বার্সেলোনা। বায়ার্নকে তাদের ঘরের মাঠে হারাতে না পারলে চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬-তে খেলার আশা অনেকটাই ফিকে হয়ে আসবে বার্সেলোনার জন্য। তাই তো এ ম্যাচকে ফাইনাল বলে আখ্যায়িত করেছেন বার্সেলোনার ডাচ ফরোয়ার্ড মেম্ফিস ডিপাই।

চলতি ২০২১-২২ মৌসুমেই বার্সেলোনায় যোগ দিয়েছেন মেম্ফিস ডিপাই। বার্সেলোনার হয়ে গোলের খাতা খুললেও এখনও চ্যাম্পিয়নস লিগে গোলের দেখা পাননি তিনি। বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে গোল করতে মরিয়া হয়ে আছেন বলে জানিয়েছেন তিনি।

চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তিন নম্বরে অবস্থান করছেন পর্তুগিজ ক্লাব বেনফিকা।

বায়ার্নের বিপক্ষে ম্যাচে হারলে বার্সেলোনাকে বেনফিকা-ডায়নামো কিয়েভ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। তখন বার্সা সমর্থকদের এ ম্যাচে বেনফিকার হার কামনা করা ছাড়া কিছু থাকবে না। অপরদিকে বায়ার্নের বিপক্ষে জিতলে নিশ্চিতভাবেই শেষ ১৬ নিশ্চিত করবে বার্সেলোনা।

কোচ রোন্যাল্ড কোম্যানকে সরিয়ে বার্সেলোনার নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন জাভি। তার অধীনে বার্সেলোনা দারুণ শুরু করলেও সর্বশেষ ম্যাচে রিয়াল বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরেছে বার্সেলোনা।

অপরদিকে বায়ার্ন মিউনিখ নিজেদের সেরা ছন্দেই আছে। দুই দলের সর্বশেষ দেখায় ক্যাম্প ন্যুতে ৩-০ ব্যবধানে হেরেছিল বার্সেলোনা। তাই তো এ ম্যাচে বার্সেলোনার জয় পাওয়াটা বেশ কঠিনই হবে।

এ ম্যাচ জিততে না পারলেও বার্সেলোনার ইউরোপা লিগে খেলাটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। তাই তো চ্যাম্পিয়নস লিগে নিজেদের ধরে রাখতে এ ম্যাচকে ফাইনাল ছাড়া অন্য কিছু ভাবতে নারাজ বার্সেলোনা ফরোয়ার্ড মেম্ফিস ডিপাই।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :