দ্বিমুকুট জয়ে আকাশী-নীল শিবিরে ৭৫ লাখ টাকার বোনাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৩ এএম, ১৩ জানুয়ারি ২০২২
দ্বিমুকুট জয়ে আকাশী-নীল শিবিরে ৭৫ লাখ টাকার বোনাস

টানা দুইবারের শিরোপা খরা কাটিয়ে চলতি মৌসুমের প্রথম দুটি শিরোপাই ঘরে তুলেছে ঢাকা আবাহনী লিমিটেড। দ্বিমুকুট জয়ের ফলে জয়োল্লাসে মেতে উঠেছিল আকাশী-নীল শিবির। নিজেদের ক্লাব প্রাঙ্গনে পালন করা হয়েছে দ্বিমুকুট জয়ের উৎসব।

শিরোপা জয়ের উৎসবে সামিল হয়েছিলেন আবাহনীর ফুটবল দলের বর্তমান ও সাবেক তারকা ফুটবলার, ক্রিকেটার ও হকি খেলোয়াড়রা।

সংগঠক জিএস হাসান তামিম থেকে শুরু করে ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুস, সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, সাবেক ফুটবল অধিনায়ক শেখ আশরাফ আলী, ইকবাল হোসেন, আব্দুল গাফফারসহ উপস্থিত ছিলেন আরও অনেকে।

ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হওয়ার দিন ফুটবলারদের বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ক্লাবটির ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল।

ঘোষণা অনুযায়ী অনুষ্ঠানেই স্বাধীনতা কাপের জন্য ২৫ লাখ ও ফেডারেশন কাপের জন্য ৫০ লাখসহ মোট ৭৫ লাখ টাকার বোনাস দেওয়া হয়।

ফুটবল দলের এ সাফল্যে বর্তমান কর্মকর্তাদের ধন্যবাদ জানান ক্লাবটির সাবেক যোদ্ধারা। অনুষ্ঠানে কাজী নাবিল আহমেদ বলেন, ‘মৌসুমের শুরুতে আমরা শিরোপা জয়ে বদ্ধপরিকর ছিলাম। এখনো পর্যন্ত আমরা সফল। লিগেও এর ধারাবাহিকতা রাখতে চাই।’

খেলোয়াড়দের উদ্দেশ্যে কাজী নাবিল বলেন, ‘সবাইকে বলবো আমাদের সামনে লিগ আছে। ট্রেবল জিততে হলে তোমরা যে পরিমাণ কাজ করেছ গত তিন মাসে, এর ডাবল একাগ্রতা ও অধ্যবসায় থাকতে হবে। বাকি সব দল চ্যালেঞ্জ নিয়ে তোমাদের দিকে আসছে। আশা করছি, মৌসুম শেষে আমরা ট্রেবল জিততে পারবো।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে খেলবে বসুন্ধরা কিংস

প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে খেলবে বসুন্ধরা কিংস

দুই আসর পর ঢাকা আবাহনীর ঘরে ফেডারেশন কাপের শিরোপা

দুই আসর পর ঢাকা আবাহনীর ঘরে ফেডারেশন কাপের শিরোপা

বাংলাদেশ ফুটবলের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা

বাংলাদেশ ফুটবলের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা

বাফুফের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ

বাফুফের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ