এশিয়া থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করলো ইরান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৫ পিএম, ২৮ জানুয়ারি ২০২২
এশিয়া থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করলো ইরান

তেহরানে মাঠে নেমেছিল ইরাক এবং ইরান। প্রথমার্ধে দুই দলের কেউই গোল করতে না পারায় গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে মেহদি থারেমি। শেষ পর্যন্ত এ গোলই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়। ইরাককে হারিয়ে এশিয়ার প্রথম দল হিসেবে বাছাই পর্ব পেরিয়ে কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে ইরান।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এশিয়া অঞ্চলের বাছাইপর্বের ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় ইরাক এবং ইরান। ম্যাচের ৪৮তম মিনিটে জয় সুচক গোল করেন দীর্ঘদিন পর দলে ফেরা থারেমি। কোচের সঙ্গে দ্বন্দ্ব থাকায় আগের ম্যাচগুলোতে খেলতে পারেননি এ ফরোয়ার্ড।

এই নিয়ে টানা তৃতীয় বার এবং সব মিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মূল পর্ব খেলার সুযোগ করে নিয়েছে ইরান। অবশ্য কোনোবারই গ্রুপ পর্বের বাধা পেরুতে পারেনি তারা।

শুধু ইরান নয়, বিশ্বকাপ দৌড়ে এগিয়ে আছে দক্ষিণ কোরিয়াও। লেবাননকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ প্রায় নিশ্চিত করেছে কোরিয়ানরা।

সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে শীর্ষে আছে ইরান। সমান ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ কোরিয়া। তিন নম্বরে থাকা সংযুক্ত আরব আমিরাতের পয়েন্ট ৯।

‘বি’ গ্রুপের ম্যাচে মেলবোর্নে ভিয়েতনামকে ৪-০ গোলে উড়িয়ে দিলেও এখনও তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। সাত ম্যাচে তাদের পয়েন্ট ১৪। চীনকে ২-০ গোলে হারিয়ে জাপান সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সৌদি আরব।

এশিয়া অঞ্চলের বাছাইয়ে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সরাসরি বিশ্বকাপে খেলবে। তৃতীয় হওয়া দুই দল নিজেদের মধ্যে খেলার পর বিজয়ী দল আরেকটি প্লে-অফে লড়বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পঞ্চম দলের সঙ্গে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কাতার বিশ্বকাপে ‘পরিবহনযোগ্য’ স্টেডিয়াম

কাতার বিশ্বকাপে ‘পরিবহনযোগ্য’ স্টেডিয়াম

কমেছে কাতার বিশ্বকাপের টিকিট মূল্য

কমেছে কাতার বিশ্বকাপের টিকিট মূল্য

কলম্বিয়াকে হারিয়ে সবার আগে কাতার বিশ্বকাপে ব্রাজিল

কলম্বিয়াকে হারিয়ে সবার আগে কাতার বিশ্বকাপে ব্রাজিল

কাতারে বিশ্বকাপ খেলা নিশ্চিত করলো জার্মানি

কাতারে বিশ্বকাপ খেলা নিশ্চিত করলো জার্মানি