চূড়ান্ত হয়নি এরিকসেনের মাঠে ফেরার দিনক্ষণ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২২
চূড়ান্ত হয়নি এরিকসেনের মাঠে ফেরার দিনক্ষণ

মাঠের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডেনমার্কের তারকা ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেন। ধারণা করা হয়েছিল, হয়তো আর মাঠেই ফিরতে পারবেন না তিনি। তবে সব শঙ্কা কাটিয়ে আবারও মাঠে ফিরেছেন তিনি। চুক্তি করেছেন নতুন ক্লাবের সাথে। নতুন ক্লাবের হয়ে কবে নাগাদ প্রতিযোগীতামূলক ফুটবলে ফিরবেন তা এখনও নিশ্চিত করেনি কেউই।

কোনো ধরনের অসুস্থতা থাকলে খেলতে পারবেন না। এমন নিয়মের বেড়াজালে পড়ে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের সাথে চুক্তি বাতিল করে এরিকসেন।

এরপরেই নিজের শৈশবের ক্লাবে ফেরেন তিনি। সেখানেই অনুশীলন করেন। ধারণা করা হচ্ছিলো ওই ক্লাবের হয়েই হয়তো প্রতিযোগীতামূলক ফুটবলে ফিরবেন। তবে সব ধারণাকে মিথ্যা প্রমাণ করে ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ডের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এ ডেনিশ তারকা।

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচের আগে ব্রেন্টফোর্ড কোচ থমাস ফ্রাঙ্ক বলেন, ‘আমার মনে হয় সে সুস্থ ডেনম্আনাছে। দলের সাথে অনুশীলন করছে। আশা করি খুব দ্রুতই মাঠে ফিরবেন তিনি।’

প্রতিযোগীতামূলক ম্যাচের আগে এরিকসেনকে প্রীতি ম্যাচে খেলাতে চান ব্রেন্টফোর্ড কোচ। তিনি বলেন, ‘সোমবার (১৪ জানুয়ারি) একটি প্রীতিম্যাচ আছে। সেখানে এরিকসেন কিছু সময় খেলবে। তারপরই তার মাঠে নামার বিষয়ে সিদ্ধান্ত হবে।’

চলতি ২০২১-২২ মৌসুমের বাকি অংশের জন্য ব্রেন্টফোর্ডের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এরিকসেন। এরপরেই তার ফুটবল ক্যারিয়ার ভাগ্য নিয়ে বিস্তারিত জানা যাবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]

 


শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলে রোনালদোর ছেলে

ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলে রোনালদোর ছেলে

রোনালদোর আরও গোল করা উচিত : রালফ রাংনিক

রোনালদোর আরও গোল করা উচিত : রালফ রাংনিক

কৌতিনহোকে কম দামে পেতে চায় অ্যাস্টন ভিলা

কৌতিনহোকে কম দামে পেতে চায় অ্যাস্টন ভিলা

বিড়ালকে লাথি মেরে জরিমানার কবলে জুমা, হারালেন স্পনসরও

বিড়ালকে লাথি মেরে জরিমানার কবলে জুমা, হারালেন স্পনসরও