তিন লাল কার্ড, অন্তিম সময়ে লজ্জা থেকে বাঁচলো বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫০ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২
তিন লাল কার্ড, অন্তিম সময়ে লজ্জা থেকে বাঁচলো বার্সেলোনা

স্প্যানিশ লিগে এস্পানিওল যে কোনো দলের জন্য কঠিন প্রতিপক্ষ। সেটা আবারও দেখা গেল রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে। লা লীগার ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে প্রায় হারিয়ে দিয়েছিল পয়েন্ট টেবিলে ১৩ নাম্বারে থাকা এস্পানিওল। শেষ মুহূর্তে কাতালানদের এক পয়েন্ট এনে দিলেন ডাচ তারকা লুক ডি জং।

এস্পানিওলের ঘরের মাঠে অবশ্য ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের দুই মিনিটের মাথায় স্প্যানিশ জায়ান্টদের এগিয়ে নেন উদীয়মান স্প্যানিশ তারকা পেদ্রি। বল পায়ে এগিয়ে যাচ্ছিলেন জর্দি আলবা। তখনি তার চোখ পড়ে ডি-বক্সে অরক্ষিত পেদ্রির দিকে। কালক্ষেপণ না করে তার দিকে বল বাড়িয়ে দেন আলবা। সামনে থেকে সহজ শটে বল জালে জড়িয়ে বার্সাকে ১-০ গোলে এগিয়ে নেন পেদ্রি।

বিরতির আগে ৩৭ মিনিটের মাথায় দুইটা ভালো সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় জাভির দল। এর তিন মিনিট পরেই খেসারত দিতে হয় বার্সাকে। ৪০ মিনিটের মাথায় রাউল ডি থমাসের পাস থেকে জোরালো শটে টের স্টেগানকে পরাস্ত করে এস্পানিওলকে ১-১ তে সমতায় ফেরান সার্জিও দারদার।

বিরতির পর ৫৭ মিনিটে আবারো সুযোগ পেয়েছিল বার্সা। গাভির শট জালে জড়ালেও অফসাইডের পতাকা তুলে দেন লাইন্সম্যান। ৭ মিনিট পরই এস্পানিওলকে উচ্ছ্বাসে ভাসান ডি থমাস। এবার তাকে সহযোগিতা করেন তার পাসেই প্রথম গোল করা দারদার। মাঠের বাঁ প্রান্ত দিয়ে কোনাকুনি শটে বল জালে থমাস।

এরপর নির্ধারিত সময় শেষে ২-১ গোলে এগিয়ে ছিল এস্পানিওল। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর এই সময়েই বার্সার ত্রাতা হয়ে আসেন ডাচ তারকা লুক ডি জং। এই সময়টা ছিল স্রেফ ম্যারাথন লড়াই। তিনবার লালকার্ড বের করতে হয় রেফারিকে। অতিরিক্ত সময়ের শুরুতেই পিকের সঙ্গে ঠুকোঠুকি লেগে যায় মিকো মেলামেন্ডের। যার ফলে দুইজনকেই লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বিদায় করেন রেফারি।

দশ জনের দলে পরিণত হওয়ার খানিকবাদেই ৯৭ মিনিটের সময় বার্সার ত্রাতা হয়ে আসেন ডি জং। ডাচ তারকার দিকে মাপা ক্রস দিয়েছিলেন ত্রাওরে। সেটা থেকে দারুণ এক হেডে স্কোর লাইন ২-২ করেন জং।

এই ড্রয়ের ফলে ২৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলে চারে অবস্থান করেছে বার্সেলোনা। ২৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে এস্পানিওল। ২৪ ম্যাচে ৫৪ পয়েন্টে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিবর্ণ রিয়াল, খোয়ালো পয়েন্ট

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিবর্ণ রিয়াল, খোয়ালো পয়েন্ট

রিয়াল ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন নেইমার

রিয়াল ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন নেইমার

নারী সহকর্মীকে অনৈতিক বার্তা, বরখাস্ত সাবেক বার্সা তারকা

নারী সহকর্মীকে অনৈতিক বার্তা, বরখাস্ত সাবেক বার্সা তারকা

চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়া বার্সেলোনার মূল লক্ষ্য : জাভি

চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়া বার্সেলোনার মূল লক্ষ্য : জাভি