এমবাপের প্রশংসায় রিয়াল কোচ কার্লো আনচেলত্তি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২
এমবাপের প্রশংসায় রিয়াল কোচ কার্লো আনচেলত্তি

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গোলশুন্য ড্রয়ের দিকে যাওয়া ম্যাচে শেষ সময়ে পিএসজিকে তিন পয়েন্ট এনে দিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। এমবাপের এমন পারফর্ম্যান্সের প্রশংসা না করে পারলেন না প্রতিপক্ষ কোচ কার্লো আনচেলত্তি। এমবাপেকে রীতিমতো দুর্দমনীয় বলে রায় দিয়েছেন ‘লস ব্লাঙ্কোস’ বস।

বেশ আগে থেকেই এমবাপেকে পাখির চোখ করেছে রিয়াল। কয়েক মাস ধরে ফুটবল পাড়ায় গুঞ্জন চলছে যে ফরাসি তারকার পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে স্পেনের শীর্ষ ক্লাবটি। পিএসজির সাথে নতুন করে চুক্তি না করায় সেই সম্ভাবনা আরও বেড়ে গেছে। ম্যাচশেষে আনচেলত্তি আরেকবার মাতলেন এমবাপে বন্দনায়।

রিয়াল মাদ্রিদের কোচ বলেন, ‘এমবাপে কার্যত অপ্রতিরোধ্য। আমরা তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। মিলিতাও খুব করে চেষ্টা করেছে। কিন্তু সে প্রতিবারই নতুন কিছু বের করে ফেলে এবং সেটা মাঠে দেখিয়ে দেয়। এই যেমন আজ খেলার শেষ মুহুর্তে সে সেটা আরেকবার করেছে।’

এমবাপের পাশাপাশি সামনের ম্যাচ নিয়েও কথা বলেছেন আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ কি এই পরাজয় কাটিয়ে উঠতে পারবে? এমন প্রশ্নের জবাবে নিজেদের মাঠে কামব্যাক করার সুযোগ দেখছেন তিনি। রিয়াল ম্যানেজার বলেন, ‘এখনও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের ভাল সুযোগ রয়েছে।’

প্রথম লেগে রিয়াল মাদ্রিদ কয়েকটা গোল খেতে পারতো। থিবো কর্তোয়া ছিলেন বলে রক্ষা! মেসি এবং এমবাপের কয়েকটা গোলমুখো শট ঠেকিয়ে দেয়া রিয়ালের অতন্দ্র প্রহরীকেও ধন্যবাদ দিলেন তিনি।

আনচেলত্তি বলেন, ‘দ্বিতীয়ার্ধে থিবো কর্তোয়া যা করেছে তার জন্য ধন্যবাদ। যদি দ্বিতীয়ার্ধে এমবাপের বিরুদ্ধে সে সেভ না করতো এবং মেসির পেনাল্টি সেভ না হতো, তাহলে পিএসজি সহজেই দুই বা তিন গোলে জিতে যেত।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

এমবাপের গোলে রিয়ালকে হারালো পিএসজি

এমবাপের গোলে রিয়ালকে হারালো পিএসজি

তিন লাল কার্ড, অন্তিম সময়ে লজ্জা থেকে বাঁচলো বার্সেলোনা

তিন লাল কার্ড, অন্তিম সময়ে লজ্জা থেকে বাঁচলো বার্সেলোনা

রিয়াল মাদ্রিদ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি: এমবাপে

রিয়াল মাদ্রিদ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি: এমবাপে

মাংস পেশির চোট, অবসরের ভাবনায় রামোস

মাংস পেশির চোট, অবসরের ভাবনায় রামোস