ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার সাথে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে সুইডেনের আপত্তি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার সাথে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে সুইডেনের আপত্তি

বিশ্ব রাজনীতিতে ঝড় তুলেছে রাশিয়ার ইউক্রেন আক্রমণ ইস্যু। রাজনীতির মাঠ থেকে খেলার মাঠেও গড়িয়েছে বিষয়টি। রাশিয়ার সাথে বিশ্বকাপ বাছাই পর্বে প্লে-অফে খেলার কথা ভাবতেও পারছেন না বলে জানালেন সুইডেন ফুটবল ফেডারেশনে সভাপতি কার্ল এরিক নিলসন।

বেশ কিছুদিন ধরেই ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে রাশিয়া-ইউক্রেন সমস্যা। এর মধ্যেই ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। এ ঘটনার পর পরই রাশিয়া থেকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল সরিয়ে নিতে আহবান জানিয়েছে গ্রেট বৃটেন। এবার কাতার বিশ্বকাপ বাছাই পর্বে রাশিয়ার সাথে না খেলার চিন্তা ভাবনায় মগ্ন হয়েছে সুইডেন।

কাতার বিশ্বকাপের বাছাই পর্বের প্লে অফে একই গ্রুপে পড়েছে সুইডেন, রাশিয়া, চেক রিপাবলিক এবং পোল্যান্ড। প্লে অফের প্রথম পর্বে চেক রিপাবলিকের মুখোমুখি হবে সুইডেন। অপরদিকে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে রাশিয়া।

নিজ নিজ ম্যাচে প্রথম পর্ব জিতলে দ্বিতীয় পর্বে রাশিয়ার মুখোমুখি হওয়ার কথা রয়েছে সুইডেনের। তবে রাজনৈতিক পরিস্থিতি এই রকম চলতে থাকলে ওই ম্যাচ খেলার কথা চিন্তাও করতে পারছেন না বলে জানিয়েছেন সুইডিশ ফুটবলের প্রধান।

প্লে অফের দ্বিতীয় পর্বের ম্যাচটি আয়োজিত হবে রাশিয়ায়। এই রকম রাজনৈতিক পরিস্থিতিতে রাশিয়াতে খেলা কিংবা তাদের মুখোমুখি হওয়ার কথা ভাবতেও নারাজ তিনি।

কার্ল এরিক নিলসন বলেন, ‘এটা (সুইডেন-রাশিয়া ফুটবল ম্যাচ) সম্ভাব্য পরিস্থিতি। কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়ায় খেলতে হবে। এটা আমি কল্পনাও করতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘ রাশিয়াতে আমাদের খেলার কোনো ইচ্ছাই নেই। এখন পুরো ফুটবল বিশ্বের উচিত ইউক্রেনের পাশে দাঁড়ানো।’

কার্ল এরিক নিলসন কাতার ফুটবল বিশ্বকাপের সকল ধরনের কার্যক্রম থেকে রাশিয়াকে বহিষ্কারের দাবি তুলেছেন। তিনি বলেন, ‘আমাদের বসা উচিত। আর দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা সামরিক অস্ত্রের ঝনঝানানি দেখতে চাই না। আমরা শান্তি চাই।’

ফুটবলের মাধ্যমে ইউক্রেনের জনগণকে আন্দোলনে সামিল হতেও আহবান জানিয়েছেন কার্ল এরিক নিলসন। তার মতে ফুটবলই ইউক্রেনবাসীকে এখন বাঁচাতে পারে। ফুটবলের মাধ্যমেই ইউক্রেনের পক্ষে জন সমর্থন গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কাতার বিশ্বকাপ ও টোকিও অলিম্পিকে নিষিদ্ধ রাশিয়া

কাতার বিশ্বকাপ ও টোকিও অলিম্পিকে নিষিদ্ধ রাশিয়া

করোনা আক্রান্ত ইতালির জন্য ইব্রার ভিন্ন রকম উদ্যোগ

করোনা আক্রান্ত ইতালির জন্য ইব্রার ভিন্ন রকম উদ্যোগ

সুইডেন ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে জন্টি রোডস

সুইডেন ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে জন্টি রোডস

ইউক্রেন ইস্যু : রাশিয়া থেকে সরতে পারে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল

ইউক্রেন ইস্যু : রাশিয়া থেকে সরতে পারে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল