যুক্তরাষ্ট্রের বাজারে ‘মেসি বার্গার’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২২ পিএম, ০৩ মার্চ ২০২২
যুক্তরাষ্ট্রের বাজারে ‘মেসি বার্গার’

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ব্র্যান্ড ভ্যালু নিয়ে নতুন করে কিছু বলার নেই। তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিশ্বজুড়ে চলছে রমরমা ব্যবসা। এবার তার নামে বার্গার নিয়ে বাজারে এলো যুক্তরাজ্যভিত্তিক চেইন রেস্টুরেন্ট ‘হার্ড রক ক্যাফে’। তাদের মেন্যুতে নতুন সংযোজন বার্গারটির নাম ‘মেসি বার্গার’।

হার্ড রক ক্যাফের সাথে অবশ্য মেসি সম্পর্ক পুরনো। এই ক্যাফের ৫০ বছর পূর্তি উপলক্ষে গত বছর শুভেচ্ছাদূত হয়েছিলেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। শোনা যাচ্ছে, হার্ড রক ক্যাফের সঙ্গে নতুন করে ৫ বছরের চুক্তি করার সম্ভাবনা রয়েছে পিএসজির তারকার।

এই মেসি বার্গারের ভিন্নতা আছে কিছু। এটাতে একটি ব্রোচে বানের মাঝে থাকবে দুটি বড় সাইজের বিফ প্যাটি। পাশাপাশি বেশ কিছু টপিংসের সঙ্গে জুড়ে দেয়া হবে হার্ড রক ক্যাফের স্কোমি বার্গার সস। আরও থাকবে প্রোভোলোন পনির, ক্যারামেলাইজড লাল পেঁয়াজ এবং সাইজ করে কাটা চোরিজো।

এসব উপকরন দিয়ে বানানো মেসি বার্গারে বাড়তি স্বাদও যোগ করতে পারবেন ক্রেতারা। সে ক্ষেত্রে বাড়তি কিছু অর্থ খরচ করলে একটি ভাঁজা ডিমের স্বাদও পাওয়া যাবে। মেসি বার্গারটি পাওয়া যাবে মাত্র ১০ পাউন্ডে। বাংলাদেশীরা খেতে চাইলে খরচ করতে হবে ১১৫০ টাকা।

ক্যাফের জগতে হার্ড রক একটি জনপ্রিয় নাম। ১৯৭১ সালে যুক্তরাজ্যের লন্ডনে প্রথম যাত্রা শুরু করেছিল হার্ড রক ক্যাফে। বর্তমানে এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত। হার্ড রক ক্যাফের বহু শাখা রয়েছে। এগুলোর মধ্যে আছে ১৮০টি রেস্টুরেন্ট, ২৪টি হোটেল ও ১১টি ক্যাসিনো।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসির সাথে নিজের মিল খুঁজে পান টেন্ডুলকার

মেসির সাথে নিজের মিল খুঁজে পান টেন্ডুলকার

চ্যাম্পিয়নস লিগে পেনাল্টি মিসের শীর্ষে মেসি

চ্যাম্পিয়নস লিগে পেনাল্টি মিসের শীর্ষে মেসি

নেইমারের বক্তব্যে ক্ষুব্ধ মার্কিন ফুটবল কর্তৃপক্ষ

নেইমারের বক্তব্যে ক্ষুব্ধ মার্কিন ফুটবল কর্তৃপক্ষ

নারী ফুটবলে আত্মঘাতী গোলের হ্যাটট্রিক!

নারী ফুটবলে আত্মঘাতী গোলের হ্যাটট্রিক!