আর্জেন্টিনা দলে মেসি, নেই নিয়মিত সাত খেলোয়াড়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২০ এএম, ১৯ মার্চ ২০২২
আর্জেন্টিনা দলে মেসি, নেই নিয়মিত সাত খেলোয়াড়

চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ছিলেন না আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। করোনার ধকলের জন্য পিএসজির অনুরোধে তাকে দলে রাখেননি কোচ লিওনেল স্কালোনি। অবশেষে সব কাটিয়ে আবারও দলে ফিরলেন মেসি।

২০২৩ কাতার বিশ্বকাপের লাতিন অঞ্চলের বাছাইপর্বে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ৩৩ জনের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। তাতে মেসি ফিরলেও নানা কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন নিয়মিত দলের সাত খেলোয়াড়।

সামনের দুই ম্যাচে জায়গা না পাওয়া সাত খেলোয়াড় হলেন চারজন এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, এমিলিয়ানো বুয়েন্দিয়া, জিওভানি লো সেলসো, মার্কোস আকুনা ও আলেসান্দ্রো গোমেজ।

এদের মধ্যে মার্টিনেজ, রোমেরো, বুয়েন্দিয়া, সেলসো নেই নিষেধাজ্ঞার কারণে। গত বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় নিয়ম ভেঙে ব্রাজিলে খেলতে গিয়ে নিষিদ্ধ হয়েছিলেন তারা।

আকুনা ও গোমেজ নেই চোটের কারণে। বাঁ পায়ের চোট থেকে সবে মাত্র সেরে উঠেছেন পাওলো দিবালা। অনেকদিন খেলার বাইরে থাকা জুভেন্টাস ফরোয়ার্ডকে নিয়ে মোটেই ঝুঁকি নিতে রাজি নন স্কালোনি।

চলতি মার্চের ২৫ তারিখে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। চার দিন পর ২৯ মার্চ মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ইকুয়েডরের। ১৫ ম্যাচে ১০ জয় ও পাঁচ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে কোপা চ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো, জেরোনিমো রুলি
ডিফেন্ডার: গনসালো মনতিয়েল, হুয়ান ফয়েত, নাউয়েল মোলিনা, হেরমান পেস্সেইয়া, লুকাস মার্টিনেজ কুয়ার্তা, নিকোলাস ওতামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো
মিডফিল্ডার: ফ্রাঙ্কো কারবোনি), লেয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, রদ্রিগো ডি পল, এসেকিয়েল পালাসিওস, লুকা রোমেরা, আলেক্সিস মাক আলিসতের, ভালেন্তিন কারবোনি, আলেসান্দ্রো গারনাচো, নিকোলাস পাস, তিয়াগো জেরালনিক, মানুয়েল লানসিনি
ফরোয়ার্ড: অ্যাঞ্জেল কোররেয়া, মাতিয়াস সুলে, লুকাস ওকাম্পোস, অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস গঞ্জালেস, হোয়াকিন কোররেয়া, লিওনেল মেসি, লুকাস বোয়ে, লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেস

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

আর্জেন্টিনার হয়ে খেললেই মেসির নামে বানাতে হয় ৩শ’ জার্সি!

আর্জেন্টিনার হয়ে খেললেই মেসির নামে বানাতে হয় ৩শ’ জার্সি!

মেসির সাথে নিজের মিল খুঁজে পান টেন্ডুলকার

মেসির সাথে নিজের মিল খুঁজে পান টেন্ডুলকার

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে আর্জেন্টিনা

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে আর্জেন্টিনা

নিষেধাজ্ঞায় আর্জেন্টিনার চার খেলোয়াড়, ব্রাজিলের জরিমানা

নিষেধাজ্ঞায় আর্জেন্টিনার চার খেলোয়াড়, ব্রাজিলের জরিমানা