বিশ্বকাপ বাছাইয়ে সেনেগালকে হারিয়ে মিশরের ‘প্রতিশোধ’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ২৬ মার্চ ২০২২
বিশ্বকাপ বাছাইয়ে সেনেগালকে হারিয়ে মিশরের ‘প্রতিশোধ’

আফ্রিকান নেশনস কাপে মিশরকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছিল সেনেগাল। ভালো খেলেও সেদিন শিরোপা ছোঁয়া হয়নি ঈগলদের। সেই হারের ক্ষতে এবার প্রলেপ দিলেন বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম লেগে। সেনেগালকে ১-০ গোলে হারিয়ে এগিয়ে গেলো মিশর।

বাংলাদেশ সময় শনিবার রাতে (২৬ মার্চ) কায়রো আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের শুর থেকেই আক্রমণ করতে ত্থাকে মিশর। ঘরের মাঠে চিরচেনা ছন্দে মেলে ধরে তারা। তাতে ম্যাচের ৪ মিনিটের মাথায় প্রথম এবং ম্যাচের একমাত্র গোল পেয়ে যায় মিশর।

আক্রমণের ধার বজায় রেখে মিশরীয়রা বল নিয়ে ঢুকে পড়ে সেনেগালের বক্সে। বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়িয়ে দেন সেনেগালের মিডফিল্ডার সালিউ সিস। আত্মঘাতী গোলের পর ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি সাদিও মানেরা।

গোল খেয়ে ঘুরে দাঁড়াতে চেষ্টা করে সেনেগাল। ১৯ মিনিটের মাথায় দারুণ এক সুযোগ পেয়েছিলেন মানে। কিন্তু তার গোলের আগেই বেজে ওঠে রেফারির অফসাইডের বাঁশি। ২৩ মিনিটে সালাহর দুর্দান্ত শট আটকে দেন সেনেগাল গোলরক্ষক এদুয়ার্ড মেন্ডি।

৩৪ ও ৩৬ মিনিটে আবারও দুইটা দারুণ সুযোগ পেয়েছিল সেনেগাল। তবে লাজে লাগাতে পারলো না। বিরতির ঠিক আগমুহূর্তে একদম কাছ থেকে সুযোগ পেয়েও জাল ঘেষে বল মারেন ডিডিইউ।

বিরতির পর গোল পেতে মরিয়া হয়ে আক্রমণ করতে থাকে নেশনস কাপ চ্যাম্পিয়নরা। এর মধ্যে ৪৮ ও ৫২ মিনিটে আবারো দুটি সুযোগ আসে সেনেগালের সামনে। দুইবারই সুযোগ তৈরী করে দিয়েছিলেন মানে। তবে হলো না। তার বল কাজেই লাগাতে পারলেন না বাকিরা।

আর তাতেই পরাজয় নিশ্চিত হয়ে যায় সেনেগালের। সেনেগালের সামনে অবশ্য প্রতিশোধ নেয়ার আরেকটা সুযোগ আছে। ২৯ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় লেগে ঘরের মাঠে মিশরকে আতিথ্য দিবে তারা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

আমার জীবনের সেরা দিন, সেরা ট্রফি: সাদিও মানে

আমার জীবনের সেরা দিন, সেরা ট্রফি: সাদিও মানে

মিশরকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা সেনেগালের

মিশরকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা সেনেগালের

‘অবসর’ ভাবনায় লিওনেল মেসি

‘অবসর’ ভাবনায় লিওনেল মেসি

আর্জেন্টিনার মাটিতে ‘শেষ ম্যাচ’ খেলেছেন ডি মারিয়া!

আর্জেন্টিনার মাটিতে ‘শেষ ম্যাচ’ খেলেছেন ডি মারিয়া!