বিশ্বকাপেই রুনির রেকর্ড ভাঙবেন কেইন : সাউথগেট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৩ পিএম, ২৭ মার্চ ২০২২
বিশ্বকাপেই রুনির রেকর্ড ভাঙবেন কেইন : সাউথগেট

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের হয়ে সবচেয়ে বেশি গোলদাতার তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন হ্যারি কেইন। ইংলিশদের হয়ে তার চেয়ে বেশি গোল করেছেন একমাত্র ওয়েইন রুনি। বিশ্বকাপ মঞ্চেই রুনির এই রেকর্ড হ্যারি কেইনের কাছে আসবে বলে বিশ্বাস করেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট।

শনিবার (২৬ মার্চ) সুইজারল্যান্ডের বিপক্ষে এক গোল করে গ্যারি লিনেকারকে (৪৮) ছাড়িয়ে স্যার ববি চার্লটনের (৪৯) পাশে বসেন হ্যারি কেইন। এখন অপেক্ষা ওয়েইন রুনিকে ছাড়িয়ে যাওয়ার।

ইংল্যান্ডের হয়ে ৫৩ গোল করে সবার উপরে অবস্থান ওয়েইন রুনির। তাকে ছুঁতে কেইনের দরকার কেবল মাত্র ৪ গোল। জাতীয় দলের সাম্প্রতিক সময়ে যে ফর্মে আছেন তাতে হয়তো বিশ্বকাপের মঞ্চে রুনিকে ছাড়িয়ে যাবেন বলে মনে করেন গ্যারেথ সাউথগেট।

তিনি বলেন, ‘ যে নামগুলোর পাশে সে (কেইন) এখন আছে, সেটা অবিশ্বাস্য। ইতিহাসের পাতায় জায়গা করে নিতে পেরে সে দারুণ খুশি। রুনির রেকর্ড ভাঙার ব্যাপারে কেইন ফেবারিট এটা মানতেই হবে।’

সাউথগেট আরও বলেন, ‘আমি চাইবো বিশ্বকাপে এই রেকর্ড ভাঙুক সে। আমার মনে হয় সে এটা করতে মরিয়া হয়ে আছে। ম্যাচপ্রতি তার গোল গড়ও বেশ অসাধারণ।’

বিশ্বকাপের আগে মঙ্গলবার (২৯ মার্চ) নিজেদের ঘরের মাঠে আইভেরি কোস্টের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাবেন কেইন। এছাড়াও বিশ্বকাপের আগে জুনে শুরু হতে যাওয়া নেশন্স কাপের ম্যাচও খেলার সুযোগ পাবেন। নিয়মিত গোল করতে পারলে বিশ্বকাপে তার রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগ থাকছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

হ্যারি কেইনের রেকর্ডের রাতে জিতলো ইংল্যান্ড

হ্যারি কেইনের রেকর্ডের রাতে জিতলো ইংল্যান্ড

বিশ্বকাপ বাছাইয়ে সেনেগালকে হারিয়ে মিশরের ‘প্রতিশোধ’

বিশ্বকাপ বাছাইয়ে সেনেগালকে হারিয়ে মিশরের ‘প্রতিশোধ’

আর্জেন্টিনার মাটিতে ‘শেষ ম্যাচ’ খেলেছেন ডি মারিয়া!

আর্জেন্টিনার মাটিতে ‘শেষ ম্যাচ’ খেলেছেন ডি মারিয়া!

‘অবসর’ ভাবনায় লিওনেল মেসি

‘অবসর’ ভাবনায় লিওনেল মেসি