বিশ্বকাপের পথে পর্তুগালকে আটকাতে বড় অংকের পুরস্কার ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ২৯ মার্চ ২০২২
বিশ্বকাপের পথে পর্তুগালকে আটকাতে বড় অংকের পুরস্কার ঘোষণা

সর্বশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো বড় মঞ্চে খেলার সুযোগ পেয়েছিল নর্থ মেসিডোনিয়া। এরপর কাতার বিশ্বকাপে ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বের প্লে অফে নাম লিখিয়েছিল। সেখানে ইতালিকে হারিয়ে চমক তৈরি করা নর্থ মেসিডোনিয়ার সামনে কাতার বিশ্বকাপে নাম লেখানোর আগে শেষ বাঁধা পর্তুগাল। আর পর্তুগিজদের হারিয়ে কাতার বিশ্বকাপে গেলেই নর্থ মেসিডোনিয়াকে বড় অঙ্কের অর্থ পুরষ্কার দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী।

ইউরোপিয়ান অঞ্চলের প্লে অফের ফাইনালে ঘরের মাঠ পোর্তোতে নর্থ মেসিডোনিয়াকে আতিথ্য দিবে পর্তুগাল। এই ম্যাচের আগে দলকে শুভকামনা জানাতে বিমানে হাজির হন নর্থ মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী দিমিতর কোভাসেভস্কি। সেখানেই পর্তুগালকে হারাতে পারলে পাঁচ লাখ ইউরো দেওয়ার ঘোষণা দেন।

এর আগে প্লে অফের সেমিফাইনালে ইতালিকে তাদের ঘরের মাঠে ১-০ গোলে হারায়। এ ম্যাচের পরই নর্থ মেসিডোনিয়াকে নিয়ে তৈরি হয় আলোচনা। ফাইনালে তাদের প্রতিপক্ষ পর্তুগাল।

এই ম্যাচ স্পষ্টত ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামবে পর্তুগাল। অভিজ্ঞতার বিচারেও এগিয়ে থাকবে ক্রিস্টিয়ানো রোনালদোরাই। তবে ইতালিকে হারানো নর্থ মেসিডোনিয়াকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই।

পর্তুগাল এবং নর্থ মেসিডোনিয়ার মধ্যকার এই ম্যাচে ৫০ হাজার দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে পর্তুগিজ। এই ম্যাচ নিয়ে তৈরি হওয়া উত্তেজনার কারণে ছাড়ার আধা ঘন্টার মধ্যে শেষ হয়েছে এই ম্যাচের সকল টিকিট।

এই ম্যাচের আগে মাঠে উপস্থিত থাকা সকল পর্তুগিজ সমর্থকদের নর্থ মেসিডোনিয়াকে অতিষ্ট করে দেওয়ার আহবান জানিয়েছেন। শেষ পর্যন্ত নিজেদের মনোযোগ ধরে রেখে কে ম্যাচ জিতে নেয় সেটাই দেখার অপেক্ষা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

তুরস্ককে হারিয়ে কাতার বিশ্বকাপের পথে পর্তুগাল

তুরস্ককে হারিয়ে কাতার বিশ্বকাপের পথে পর্তুগাল

ইনজুরির কারণে পর্তুগাল স্কোয়াডে নেই পেপে

ইনজুরির কারণে পর্তুগাল স্কোয়াডে নেই পেপে

ফিফার বিশেষ সম্মাননা পেলেন রোনালদো

ফিফার বিশেষ সম্মাননা পেলেন রোনালদো

৪২ বছর বয়সেও খেলে যেতে চান রোনালদো

৪২ বছর বয়সেও খেলে যেতে চান রোনালদো