ফিফার বিরুদ্ধে করা আপিল প্রত্যাহার করলো রাশিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৬ পিএম, ০৬ এপ্রিল ২০২২
ফিফার বিরুদ্ধে করা আপিল প্রত্যাহার করলো রাশিয়া

ইউক্রেনে চলমান আগ্রাসনের কারণে আন্তর্জাতিক ফুটবলের সবধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা পেয়েছিল রাশিয়া। ফিফার সেই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করেছিল রাশিয়ান ফুটবল ইউনিয়ন (এফইউআর)। রায়ের আপিল শুনানি না হওয়ার আগেই সেই আপিল প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া। বিষয়টি নিশ্চিত করেছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)।

ইউক্রেনে আগ্রাসন শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে মাঠে নামতে অস্বীকৃতি জানায়, পোল্যান্ড, সুইডেন এবং চেক প্রজাতন্ত্র। এরপরেই কাতার বিশ্বকাপের বাছাইপর্ব থেকে রাশিয়াকে নিষিদ্ধ করে ফিফা। এই রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করে এফইউআর। সেখানে আপিল শুনানি অনুষ্ঠিত হওয়ার আগেই সেই আপিল প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া।

এর আগে ইউরোপিয়ান ফুটবলের সবধরনের কার্যক্রম থেকে রাশিয়াকে নিষিদ্ধ করে উয়েফা। সেই রায়ের বিরুদ্ধে আপিল করেও কোনো সফলতা পায়নি দেশটি। উয়েফার সেই রায়ই বহাল রাখে সিএএস।

কাতার বিশ্বকাপের বাছাইপর্ব থেকে রাশিয়াকে নিষিদ্ধ করায় প্লে অফের সেমি-ফাইনাল না খেলেই ফাইনাল নিশ্চিত করে পোল্যান্ড। পরে ফাইনালে সুইডেনকে হারিয়ে বিশ্বকাপও নিশ্চিত করে পোল্যান্ড। 

আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ হওয়ার পর রাশিয়া জানিয়েছিল, ইউক্রেন হামলা একটি বিশেষ সামরিক অভিযান। এর সাথে খেলাধুলার কোনো সম্পর্ক নেই। এরপরেও ফুটবল, জিমন্যাস্টিকস, রাগবি, রোয়িং এবং স্কেটিংয়েও নিষিদ্ধ হয় দেশটি। এর বিরুদ্ধে সিএএসে আপিলও করে। তবে সিএএস সেই আপিলও খারিজ করে দেয়।

সিএএস’র এক মুখপাত্র জানিয়েছেন, রাশিয়া ফিফার রায়ের বিরুদ্ধে আপিল আবেদন তুলে নিলেও উয়েফার বিরুদ্ধে আপিল চালিয়ে যাবে। শিগগিরই সেই শুনানির তারিখ চূড়ান্ত হবে বলেও জানিয়েছে তারা। 

ফিফার বিরুদ্ধে আপিল তুলে নেওয়ায় কাতার বিশ্বকাপে রাশিয়া না থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে। একই কারণে মেয়েদের ইউরোতেও রাশিয়ার কোনো দল থাকবে না।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে আর্জেন্টিনার কঠিন প্রতিপক্ষ হবে মেক্সিকো : স্ক্যালোনি

বিশ্বকাপে আর্জেন্টিনার কঠিন প্রতিপক্ষ হবে মেক্সিকো : স্ক্যালোনি

কাতার বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

কাতার বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

গ্রুপের সবাই শক্তিশালী, আমাদের কঠিন লড়াই করতে হবে: তিতে

গ্রুপের সবাই শক্তিশালী, আমাদের কঠিন লড়াই করতে হবে: তিতে

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেই স্বাগতিক কাতার

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেই স্বাগতিক কাতার