ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেই স্বাগতিক কাতার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪২ পিএম, ০২ এপ্রিল ২০২২
ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেই স্বাগতিক কাতার

ফিফা ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দেশ মাঠে নামবে এটাই হয়ে দাঁড়িয়েছিল অলিখিত নিয়ম। ২০০৬ বিশ্বকাপ থেকে এটাই চলছিল। তবে ২০২২ কাতার বিশ্বকাপে এর ছেদ ঘটেছে। উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে পারছে না স্বাগতিক কাতার।

চলতি বছরের ২১ নভেম্বর দোহায় সেনেগাল-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হবে কাতার বিশ্বকাপ। শুক্রবার (১ এপ্রিল) বিশ্বকাপের দলগুলোর ড্র শেষে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। 

কাতার বিশ্বকাপের ‘এ’ গ্রুপে পড়েছে কাতার, ইকুয়েডর, সেনেগাল এবং নেদারল্যান্ডস। বিশ্বকাপের প্রথম দিনেই মাঠে নামবে কাতার-ইকুয়েডর ও সেনেগাল-নেদারল্যান্ডস। প্রথম দিনে সবার আগে মাঠে নামবে সেনেগাল-নেদারল্যান্ডস। তাই এটিই হতে যাচ্ছে কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ।

২০০৬ বিশ্বকাপ থেকে প্রথমবারের মতো স্বাগতিক দেশের উদ্বোধনী ম্যাচে মাঠে নামার বিষয়টি দেখা যায়। অবশ্য এর আগে উদ্বোধনী ম্যাচে মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মাঠে নামার প্রচলন ছিল। ২০০৬ আসর থেকেই উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দেশের মাঠে নামার চল শুরু হয়।

কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে ২১ নভেম্বর স্থানীয় সময় দুপুর ১ টায় দোহার আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হবে সেনেগাল এবং নেদারল্যান্ডস। একই দিন সন্ধ্যা ৭ টায় আল বায়াত স্টেডিয়ামে কাতারের মুখোমুখি হবে ইকুয়েডর।

সর্বশেষ ২০০২ সালে স্বাগতিক দেশ ছাড়া উদ্বোধনী ম্যাচ আয়োজিত হয়েছিল। এশিয়ার প্রথম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও সেনেগাল। সেই ম্যাচে সেনেগালিজদের প্রতিপক্ষ ছিল ফ্রান্স। সেই ম্যাচে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল সেনেগাল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

স্কালোনির চোখে বিশ্বকাপে 'কঠিন গ্রুপে' আর্জেন্টিনা

স্কালোনির চোখে বিশ্বকাপে 'কঠিন গ্রুপে' আর্জেন্টিনা

আর্জেন্টিনার চেয়ে তুলনামূলক কঠিন গ্রুপে ব্রাজিল

আর্জেন্টিনার চেয়ে তুলনামূলক কঠিন গ্রুপে ব্রাজিল

কাতার বিশ্বকাপ: ‘সি’ গ্রুপে আর্জেন্টিনা, ‘জি’ গ্রুপে ব্রাজিল

কাতার বিশ্বকাপ: ‘সি’ গ্রুপে আর্জেন্টিনা, ‘জি’ গ্রুপে ব্রাজিল

কাতার বিশ্বকাপের অফিশিয়াল বল ‘আল রিহলা’

কাতার বিশ্বকাপের অফিশিয়াল বল ‘আল রিহলা’