নারী ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সুইডেন-স্পেন-ফ্রান্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪১ পিএম, ১৩ এপ্রিল ২০২২
নারী ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সুইডেন-স্পেন-ফ্রান্স

তাসমান পাড়ের দেশ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বসবে ২০২৩ নারী ফুটবল বিশ্বকাপ। এই বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছে ইউরোপের তিন দেশ সুইডেন, স্পেন এবং ফ্রান্স।

নারী বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করে সুইডেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ ড্র করে টানা নবমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয় সুইডিশ নারীরা।

এদিকে স্প্যানিশ নারীরা মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ডের। এই ম্যাচে জেনি হারমোসোর জোড়া গোলে স্কটিশদের হারায় স্পেন। এতেই বাছাই পর্বের গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে জায়গা পায় লা রোজারা। বিশ্বকাপের মঞ্চে তৃতীয়বারের মতো খেলবে দেশটি।

এছাড়াও বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার ম্যাচে স্লোভেনিয়াকে হারিয়েছে ফ্রান্স। পঞ্চমবারের মতো বিশ্বকাপে দেখা যাবে তাদের।

২০২৩ সালে তাসমান সাগর পাড়ের দুই দেশ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে বসবে ফিফা নারী বিশ্বকাপের ৯ম আসর বসবে। এই আসরে অংশ নিবে ৩২ দল। ২০২৩ সালের ২০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

ইউরোপের এই তিন দল ছাড়াও ইতোমধ্যেই বিশ্বকাপ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। স্বাগতিক দেশ হিসেবে এই সুবিধা পেয়েছে তারা। এছাড়াও এশিয়া থেকে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ফিলিপাইন সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। আর বাছাইপর্বের প্লে অফ পেরোতে পারলে নারী বিশ্বকাপে দেখা মিলবে ভিয়েতনামেরও।

ফিফা নারী বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। তারা এখনও বিশ্বকাপ নিশ্চিত করতে পারেনি। চলতি বছরের জুলাইয়ে অনুষ্টিতব্য নারী কনকাকাফ চ্যাম্পিয়নশিপ খেলে বিশ্বকাপের জায়গা নিশ্চিত করতে হবে মার্কিনীদের।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ন্যু ক্যাম্পে নারী ‘এল ক্লাসিকো’র জাদুর রাত

ন্যু ক্যাম্পে নারী ‘এল ক্লাসিকো’র জাদুর রাত

বার্সোলোনায় ব্রাজিলিয়ান নারী ফুটবলার ‘যৌন হয়রানি’র শিকার!

বার্সোলোনায় ব্রাজিলিয়ান নারী ফুটবলার ‘যৌন হয়রানি’র শিকার!

পাঁচ বছরের ‘নির্বাসন’ কাটিয়ে নরওয়ে দলে অ্যাডা হেগারবার্গ

পাঁচ বছরের ‘নির্বাসন’ কাটিয়ে নরওয়ে দলে অ্যাডা হেগারবার্গ

তালেবানদের ফিরে আসা দুঃস্বপ্নের মতো: সাবেক আফগান নারী ফুটবলার

তালেবানদের ফিরে আসা দুঃস্বপ্নের মতো: সাবেক আফগান নারী ফুটবলার