তৃতীয় বিভাগে নেমে গেল রুনির দল ডার্বি কাউন্টি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১৯ এপ্রিল ২০২২
তৃতীয় বিভাগে নেমে গেল রুনির দল ডার্বি কাউন্টি

ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানিয়ে কোচিং পেশায় মনোনিবেশ করেছেন কিংবদন্তি ইংলিশ ফুটবলার ওয়েইন রুনি। খেলোয়াড়ি জীবনে দারুণ খেলা এই রুনি, কোচিং ক্যারিয়ারে মোটেও ভালো অবস্থানে নেই। তার অধীনে থাকা ইংলিশ দ্বিতীয় বিভাগের দল ডার্বি কাউন্টি তৃতীয় বিভাগে নেমে গেছে।

সোমবার (১৮ এপ্রিল) ডার্বি কাউন্টির তৃতীয় বিভাগে নেমে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। অবশ্য এর পিছনে যতটা দায় না খেলোয়াড়দের, তার চেয়ে বেশি দায়ী ক্লাব কর্তৃপক্ষ। ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়ম না মানায় ২০২১-২২ মৌসুমে দুই দফায় তাদের ২১ পয়েন্ট কেটে নিয়েছে লিগ কর্তৃপক্ষ।

এছাড়াও দলটি বেশ কয়েকবছর ধরেই আর্থিক সমস্যায় ভুগছে ক্লাবটি। এর উপর ভেঙেছে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়ম। এই কারণেই দলটির তৃতীয় বিভাগে নেমে যাওয়া নিশ্চিত হয়েছে। 

আর্থিক সমস্যায় থাকা ক্লাবটি ইতিমধ্যেই বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বর্তমান মালিক মেল মরিস। জানা গেছে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ক্রিস ক্রাচনার দলটি কিনে নিবেন। নতুন মালিকানায় যাওয়ার পর ক্লাবটির অবস্থার উন্নতি হবে বলে মনে করেন দলটির কোচ ওয়েইন রুনি।

দল তৃতীয় বিভাগে নেমে গেলেও এখনই ক্লাব ছাড়বেন না ওয়েইন রুনি। তিনি বলেন, “আমি দলকে সাফল্য এনে দিতে চাই। এর আগে খুব দ্রুতই মালিকানায় পরিবর্তন আসা জরুরি। আমি নতুন ফুটবলারদের এনে দলকে গড়ে তুলতে চায়। এরাই দলকে সাফল্য এনে দিবে।”

দল তৃতীয় বিভাগে নেমে যাওয়ার পর বর্তমান মালিক মেল মরিসকে খোঁটা দিতে ছাড়েননি রুনি। তিনি বলেন, “আমি নিশ্চিত মিঃ মরিস, ঘরে বসে খেলাটা দেখেছেন। তার হয়তো খারাপ লেগেছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি।”

২০২০ সালে ডার্বি কাউন্টির প্রধান কোচের দায়িত্ব নেন ওয়েইন রুনি। এর আগে ২০২০-২১ মৌসুমের শুরুতে দলটিতে ফুটবলার কাম কোচ হিসেবে যোগ দেন তিনি। রুনি দলের দায়িত্ব নেওয়ার আগ থেকেই ক্লাবটি আর্থিক সমস্যায় ভুগছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

এভারটনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রুনি

এভারটনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রুনি

খেলাকে বিদায় জানিয়ে কোচ হলেন রুনি

খেলাকে বিদায় জানিয়ে কোচ হলেন রুনি

পাঁচটি ফাইনাল হেরেছি, এবার জিতবো: ম্যাসন মাউন্ট

পাঁচটি ফাইনাল হেরেছি, এবার জিতবো: ম্যাসন মাউন্ট

নতুন করে নির্মাণ করা হচ্ছে ঐতিহাসিক ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়াম

নতুন করে নির্মাণ করা হচ্ছে ঐতিহাসিক ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়াম