এমবাপের দলবদল আলোচনায় ‘বিরক্ত’ ভেরাত্তি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০০ পিএম, ১৯ মে ২০২২
এমবাপের দলবদল আলোচনায় ‘বিরক্ত’ ভেরাত্তি

ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপের দলবদলকে ঘিরে আলোচনা চলছে। গুঞ্জন চললেও রিয়াল মাদ্রিদ বা পিএসজিতে থেকে কোনো ঘোষণা নেই। এমবাপে নিজেও পরিষ্কার করে কিছু বলছেন না। এমবাপের দলবলদকে ঘিরে এসব আলোচনায় বিরক্ত সতীর্থ মার্কো ভেরাত্তি।

ফরাসি দৈনিক লা-পেরিসিয়ান’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপের সম্ভাব্য দলবদল নিয়ে কথা বলেছেন পিএসজির ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তি। এমবাপে যে সিদ্ধান্তই নেবে সেটা পিএসজির জন্য তাৎপর্যপূর্ণ বলে বিশ্বাস করেন ভেরাত্তি। তবে এমবাপেকে নিয়ে চলা নানা আলোচনায় অস্বস্তিবোধ করছেন বলে জানান ভেরাত্তি।

তিনি বলেন, “সে (এমবাপে) যে সিদ্ধান্তই নেবে সেটা ক্লাবের (পিএসজি) উপর প্রভাব ফেলবে। সে এ মুহূর্তে পৃথিবীর অন্যতম সেরা ফুটবলার। আমরা সবাই চাই, সে এখানে (পিএসজি) থাকুক। কিন্তু আমি যখন তার সাথে কথা বলি, তখন শুধুই হাসতে হয়।”

ভেরাত্তি জানান, যদি কেউ কোনো সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি চলে যায়, তখন আমাদের আর কথা বলা উচিত নয়। এটা এমবাপের সিদ্ধান্ত এবং সবাই সেটা জানার অপেক্ষাতেই আছে।

কয়েকদিন আগে রিয়াল মাদ্রিদে গিয়েছিলেন এমবাপে। তখনও ভেরাত্তির কাছে বার্তা গেছে এ বিষয়ে। ভেরাত্তি বলেন, “আমার যখন ছুটির দিন চলছিল আমি একটি বার্তা দেখলাম, কিলিয়ান (এমবাপে) মাদ্রিদে গেছে। এটা আমাকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল, আমি হাসছিলাম।”

তবে পরক্ষণেই এমবাপে তাকে ম্যাসেজ পাঠিয়েছিল বলে জানান। সেখানে এমবাপে ভেরাত্তিকে বলেন, ‘চিন্তা করবেন না, আমি শুধু ছুটি কাটাতেই এসেছি।’

এমবাপের ভবিষ্যৎ নির্ধারণ নিয়ে কোনো পরামর্শ দেননি ভেরাত্তি। জানান, এমবাপে নিজের ভবিষ্যৎ নিজেই ঠিক করতে পারবে। 

এদিকে, ফুটবল বিষয়ক জনপ্রিয় গণমাধ্যম গোলডটকম জানিয়েছে, এমবাপের পিএসজি ছাড়া প্রায় নিশ্চিত। এমনকি রিয়াল মাদ্রিদের সাথে চুক্তির সবকিছুতেই সম্মত হয়েছেন ফরাসি এ মিডফিল্ডার। চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পরই দুইপক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

স্পোর্টসমেইল২৪/এসকেডি/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে নারী ও পুরুষ ফুটবলারদের একই বেতন স্কেল

যুক্তরাষ্ট্রে নারী ও পুরুষ ফুটবলারদের একই বেতন স্কেল

আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি বার্সেলোনা, চিন্তায় লেভানডোভস্কি

আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি বার্সেলোনা, চিন্তায় লেভানডোভস্কি

বিশ্ব ফুটবলে ‘বিস্ময়কর’ দশ ঘটনা

বিশ্ব ফুটবলে ‘বিস্ময়কর’ দশ ঘটনা

কিংবদন্তী ফুটবলার প্যাট্রিক এমবোমার ইসলাম গ্রহণ

কিংবদন্তী ফুটবলার প্যাট্রিক এমবোমার ইসলাম গ্রহণ