প্রাক মৌসুমে যুক্তরাষ্ট্র সফরে যাবে বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৮ পিএম, ১৯ মে ২০২২
প্রাক মৌসুমে যুক্তরাষ্ট্র সফরে যাবে বার্সেলোনা

কোনো শিরোপা ছাড়াই ২০২১-২২ মৌসুম শেষ করবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শেষ করবে কাতালান ক্লাবটি। এরই মধ্যে আসন্ন ২০২২-২৩ মৌসুমের প্রস্তুতির পরিকল্পনা শুরু করেছে দলটি। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সফরে যাবে তারা।

প্রাক মৌসুম প্রস্তুতিতে ম্যাচ খেলার জন্য প্রথম অস্ট্রেলিয়ায় যাবে বার্সেলোনা। সেখানে দেশটির ‘এ’ লিগের খেলোয়াড়দের নিয়ে তৈরি করা অলস্টার্স একাদশের বিপক্ষে খেলবে দলটি। এরপরেই যুক্তরাষ্ট্র সফরে যাবে।

দীর্ঘ তিন বছর পর যুক্তরাষ্ট্র সফরে যাবে। সেখানে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি এবং নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে খেলবে। বিষয়টি নিশ্চিত করেছেন কাতালান কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্র সফরে চলতি বছরের ১৯ জুলাই ইন্টার মিয়ামির বিপক্ষে খেলবে জাভি হার্নান্দেজের দল। এর ১১ দিন পর ৩০ জুলাই নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে মাঠে নামবে দলটি।

অস্ট্রেলিয়া সফরে অলস্টার্স একাদশের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ মে। অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত হবে এই ম্যাচ।

২০২১-২২ মৌসুমের শুরুতেই মেসিকে হারানো বার্সেলোনা খুব একটা ভালো সময় কাটায়নি। মৌসুমে কোনো শিরোপাই নিজেদের ঘরে তুলতে পারেনি ক্লাবটি। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করবে বার্সেলোনা। ইতিমধ্যেই লা লিগায় শিরোপা নিশ্চিত করেছে তাদের চিরপ্রতিন্দ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ইউরোপিয়ান ফুটবলে দলবদল: ক্লাবগুলোর লক্ষ্য যারা   

ইউরোপিয়ান ফুটবলে দলবদল: ক্লাবগুলোর লক্ষ্য যারা  

দুঃস্বপ্নের বার্সেলোনা অধ্যায়, যেভাবে থেমে যায় আগুয়েরোর ক্যারিয়ার

দুঃস্বপ্নের বার্সেলোনা অধ্যায়, যেভাবে থেমে যায় আগুয়েরোর ক্যারিয়ার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন অবামেয়াং

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন অবামেয়াং

আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি বার্সেলোনা, চিন্তায় লেভানডোভস্কি

আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি বার্সেলোনা, চিন্তায় লেভানডোভস্কি