জাপানে যোগ দিলেন বার্সা তারকা ইনিয়েস্তা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৩ পিএম, ২৪ মে ২০১৮
জাপানে যোগ দিলেন বার্সা তারকা ইনিয়েস্তা

জাপান ফুটবল লিগের (জে-লিগ) বিসেল কোব ক্লাবে যোগ দিলেন সদ্য বার্সেলোনা ত্যাগ করা ফুটবল আইকন ইনিয়েস্তা। বৃহস্পতিবার (২৪ মে) জাপানী ক্লাবের সঙ্গে নিজের ভবিষ্যৎ জুড়িয়ে দেয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তিনি। যেটিকে ‘ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ’ বলেও উল্লেখ করেছেন এ স্প্যানিশ সুপার স্টার।

৩৪ বছর বয়সী এ বিশ্বকাপ জয়ী তারকা চুক্তি সম্পাদনের পর বলেন, ‘এটি আমার কাছে একটি বিশেষ দিন। আমি প্রচুর প্রস্তাব পেয়েছি। অন্য ক্লাবগুলো আমার প্রতি আগ্রহ দেখিয়েছে। কিন্তু আমি ভিসেল কোবকেই বেছে নিয়েছি। কারণ এটি একটি আকর্ষনীয় প্রকল্প। আমার প্রতি তাদের অগাধ বিশ্বাস ও আস্থা রয়েছে।’

গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী জে লিগের রেকর্ড বার্ষিক ৩০ মিলিয়ন মার্কিন ডলারে তিনি ক্লাবের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন। বার্সেলোনার হয়ে রেকর্ড ৩২টি গুরুত্বপূর্ণ শিরোপা জয় করার পাশাপাশি ইনিয়েস্তা কাতালান জায়ান্টদের হয়ে অংশ নিয়েছেন ৬৭৪টি ম্যাচে।

বার্সেলোনায় থাকাকালীন তার ৮ নম্বর ট্রেডমার্ক জার্সিটি ইনিয়েস্তার হাতে তুলে দেন ভিসেলের মালিক হিরোসি মিকিতানি।


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্রাজিলের অনুশীলনে ফিরলেন নেইমার

ব্রাজিলের অনুশীলনে ফিরলেন নেইমার

বিশ্বকাপ উপলক্ষে নিদ্রাহীন পতাকার কারিগররা

বিশ্বকাপ উপলক্ষে নিদ্রাহীন পতাকার কারিগররা

বিশ্বকাপে মেসিদের জন্য বড় দুঃসংবাদ দিলো রোমেরো

বিশ্বকাপে মেসিদের জন্য বড় দুঃসংবাদ দিলো রোমেরো

বিশ্বকাপ অনুশীলনে মেসি

বিশ্বকাপ অনুশীলনে মেসি