নেইমারের পেনাল্টি শটে জাপানকে হারালো ব্রাজিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ০৬ জুন ২০২২
নেইমারের পেনাল্টি শটে জাপানকে হারালো ব্রাজিল

বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোলবন্যা বইয়ে দিলেও জাপানের বিপক্ষে ঘাম ঝরাতে হলো ব্রাজিলকে। স্বাগতিক জাপানের বিপক্ষে দলের সুপারস্টার নেইমারের একমাত্র গোলে কষ্টর্জিত জয় তুলে নিয়েছে ব্রাজিল।

ম্যাচে ৫৭ শতাংশ সময় বল দখলে রেখে ২১টি শট নিয়েছিল ব্রাজিল। এর মধ্যে ৫টি টার্গেট শট নিয়েও পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেছেন নেইমার। বিপরীতে ৪৩ শতাংশ সময় বল দখলে রাখা জাপান শট নিয়েছিল ৭টি, তবে এর মধ্যে একটিও টার্গেটে পরিণত করতে পারেনি।

প্রীতি ম্যাচেই দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। ওই ম্যাচে নেইমার জোড়া গোল করেছিলেন। এছাড়া রিশার্লিসন, ফিলিপে কৌতিনিয়ো ও গাব্রিয়েল জেসুস একটি করে গোল করেন। তবে জাপানের বিপক্ষে প্রায় গোলশূন্য ড্র’য়ের এগিয়ে যাচ্ছিল ম্যাচটি।

সোমবার (৬ জুন) জাপান ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটিতে হানা দেয় বৃষ্টি। বৃষ্টিভেজা ম্যাচে শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। ম্যাচের দ্বিতীয় মিনিটে জাপানের গোলমুখে দারুণ এক শট নেন ব্রাজিল তারকা নেইমাল তবে বল গোলবারে লেগে ফিরে আসলে গোল বঞ্চিত হয় ব্রাজিল।

এরপর নিয়মিত আক্রমণে গেলেও প্রতিপক্ষের ডি বক্সে গিয়ে খেই হারিয়ে ফেলে ব্রাজিল। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলশূন্য ব্যবধানে বিরতিতে যায় ব্রাজিল।

বিরতির পর দ্বিতীয়ার্ধেও দারুণ খেলে সেলেসাওরা। তারই ধারাবাহিকতায় একের পর এক সুযোগ সৃষ্টি করলেও গোল পাচ্ছিল না ব্রাজিল। অবশেষে ম্যাচের ৭৭তম মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন নেইমার।

জাপানের ডি বক্সে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন ফাউলের শিকার হরে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেখান থেকে সফল কিকে দলকে জয়সূচক গোল এনে দেন নেইমার। এরপর ম্যাচের বাকি সময়ে সমতায় ফিরতে জাপান চেষ্টা করলেও ব্রাজিলের গোলবারের কাছে পৌঁছতে পারেন স্বাগতিকরা। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

নিছকই মজার ছলে ‘ভিনিসিয়াস-রিচার্লিসনের মারামারি’

নিছকই মজার ছলে ‘ভিনিসিয়াস-রিচার্লিসনের মারামারি’

মেসিকে পুরো বিশ্বের সম্পদ: স্কলানি

মেসিকে পুরো বিশ্বের সম্পদ: স্কলানি

জয়ের জন্য ব্রাজিলের নেইমার যাদুর প্রয়োজন নেই: কোচ তিতে

জয়ের জন্য ব্রাজিলের নেইমার যাদুর প্রয়োজন নেই: কোচ তিতে

মেসির ৫ গোলে এস্তোনিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা

মেসির ৫ গোলে এস্তোনিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা