হুয়ান গ্যাম্পার ট্রফিতে বার্সার প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব পুমাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩০ পিএম, ০৬ জুলাই ২০২২
হুয়ান গ্যাম্পার ট্রফিতে বার্সার প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব পুমাস

ঐতিহাসিক হুয়ান গ্যাম্পার ট্রফিতে রোমাকে আতিথ্য দেওয়ার কথা ছিল বার্সেলোনার। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল হওয়ায় টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে ক্লাবটি। ইতালিয়ান দলটির পরিবর্তে মেক্সিকান ক্লাব পুমাসকে আমন্ত্রণ জানিয়েছে বার্সেলোনা।

চলতি বছরের ৬ আগস্ট নিজেদের ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে পুমাসকে আতিথ্য দিবে বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটি নিজেরাই বিষয়টি নিশ্চিত করেছে।

রোমাকে আমন্ত্রণ জানানোর বিষয়টি নিশ্চিত করার পর হঠাৎই এই টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় ইতালিয়ান ক্লাবটি। এরপর থেকেই কোন ক্লাবকে আতিথ্য দিবে তা নিয়ে ছিল গুঞ্জন। এমনকি ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে আইনি পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দিয়েছে বার্সেলোনা।

টুর্নামেন্টটিতে বার্সেলোনা পুরুষ ও নারী দলের বিপক্ষে রোমার পুরুষ ও নারী দলের খেলার কথা ছিল। কিন্তু রোমা নিজেদের প্রত্যাহার করে নেওয়া দুই ম্যাচ নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল।

ছেলেদের হুয়ান গ্যাম্পার ট্রফিতে মেক্সিকান ক্লাব পুমাস অংশ নিলেও মেয়েদের আসরে বার্সার প্রতিপক্ষ ফরাসি ক্লাব মন্টপেলিয়ার।

রোমার দল প্রত্যাহারের পর গুঞ্জন ছিল ইতালিয়ান চ্যাম্পিয়ন এসি মিলানকে হুয়ান গ্যাম্পার ট্রফিতে আমন্ত্রণ জানাতে পারে। তবে তাদের সাথে সূচিতে মিল না হওয়ায় শেষ পর্যন্ত পুমাসকেই আমন্ত্রণ জানিয়েছে তারা।

হুয়ান গ্যাম্পার ট্রফির আগের আসরগুলোতে বার্সেলোনার প্রতিপক্ষ ছিল জুভেন্টাস, আর্সেনাল ও বোকা জুনিয়র্সের মতো ক্লাবগুলো। নামের ভারে বড় না হলেও মেক্সিকোর অন্যতম সেরা ক্লাব এটি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

চেলসি থেকে ক্রিস্টেনসেনকে দলে ভেড়ালো বার্সেলোনা

চেলসি থেকে ক্রিস্টেনসেনকে দলে ভেড়ালো বার্সেলোনা

ডি ইয়ংকে বিক্রির ইচ্ছা নেই বার্সা সভাপতির

ডি ইয়ংকে বিক্রির ইচ্ছা নেই বার্সা সভাপতির

তৃতীয় দফায় বিলবাওয়ের দায়িত্ব নিলেন ভালভার্দে

তৃতীয় দফায় বিলবাওয়ের দায়িত্ব নিলেন ভালভার্দে

ক্লেমেন্ট লেংলেটকে বার্সেলোনা থেকে ধারে দলে ভেড়াচ্ছে টটেনহ্যাম

ক্লেমেন্ট লেংলেটকে বার্সেলোনা থেকে ধারে দলে ভেড়াচ্ছে টটেনহ্যাম