রোনালদোর হ্যাটট্রিক, রোমাঞ্চিত ম্যাচে ড্র

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪২ পিএম, ১৬ জুন ২০১৮
রোনালদোর হ্যাটট্রিক, রোমাঞ্চিত ম্যাচে ড্র

একই বলে হাই-ভোল্টেজ ম্যাচ। বিরতির আগে ২-১ গোলে এগিয়ে পর্তুগাল। বিরতির পরে আরও এক গোল। তিনটি গোলই করেছেন পর্তুগালের প্রাণ ভোমড় ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তাতেও জয় পায়নি পর্তুগাল। মাঠে দুর্দান্ত খেলা স্পেনও তিনটি গোল করায় সময় শেষে ৩-৩ গোলে ড্র হয়েছে হাই-ভোল্টেজের ম্যাচটি।

বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হওয়া ম্যাচের পরতে পরতে ছিল রোমাঞ্চ। উত্তেজনায় ঠাসা ম্যাচে স্পেন যেমন সুন্দর ফুটবলের মালা গেঁথেছে, ক্রিশ্চিয়ানো রোনালদোও ফুটবল বিশ্বে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন। রাশিয়া বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক গোল করলেন তিনি।

ম্যাচের শুরুতেই নায়কের রূপে আবির্ভূত হন রোনালদো। মাত্র ৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন দলকে। তবে ২৪ মিনিটে দিয়েগো কস্তা সমতা এনে দেন স্পেনকে। তার গোলটিও ছিল দেখার মতো। কিন্তু বিরতির ঠিক আগে আবারও গোল করেন রোনালদো। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল।

বিরতির পর ম্যাচটা জমিয়ে দেয় দিয়েগো কস্তা। ৫৫ মিনিটে সমতা এনে দেন দলকে। এর ৩ মিনিট পরই নাচো ফার্নান্দেজ গোল করে ৩-২ এ এগিয়ে দেন স্পেনকে। ম্যাচের মোড় যেন ঘুড়ে যায়। কিন্তু ৮৮ মিনিটে দৃশ্যপট আবারও পাল্টে যায়। ফ্রি কিক থেকে রোনালদো গোল করেন। ছিটকে যেতে যেতে ম্যাচে বেঁচে যায় পর্তুগাল।


শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ মুহূর্তে আত্মঘাতী মরক্কো, জয়ের হাসি ইরানের

শেষ মুহূর্তে আত্মঘাতী মরক্কো, জয়ের হাসি ইরানের

শেষ মুহূর্তের গোলে মিসরকে হারালো উরুগুয়ে

শেষ মুহূর্তের গোলে মিসরকে হারালো উরুগুয়ে

২০২৬ বিশ্বকাপের স্বত্ব নিয়ে ম্যারাডোনার অসন্তুষ্টি

২০২৬ বিশ্বকাপের স্বত্ব নিয়ে ম্যারাডোনার অসন্তুষ্টি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের জয়ে শুরু

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের জয়ে শুরু