কোপায় তৃতীয় হয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো আর্জেন্টিনার মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০২ পিএম, ৩০ জুলাই ২০২২
কোপায় তৃতীয় হয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো আর্জেন্টিনার মেয়েরা

নারী কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে হেরে আগেই ফাইনালের স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার মেয়েদের। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটাও গুরুত্বপূর্ণ ছিল আর্জেন্টিনার জন্য।

কারণ, আগেই বলা ছিল কোপা আমেরিকার দুই ফাইনালিস্ট ও তৃতীয় হওয়া দল ২০২৩ সালে নারীদের বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করবে। চতুর্থ হওয়া দলকে খেলতে হবে প্লে অফ। 

ফলে খালি চোখে ম্যাচটি অগুরুত্বপূর্ণ মনে হলেও আর্জেন্টিনার কাছে যথেষ্ট গুরত্ব ছিল। এরকম গুরুত্বপূর্ণ  ম্যাচে প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে মেসির দেশের মেয়েরা। 

শুক্রবার (২৯ জুলাই) আসরে তৃতীয় হওয়ার দৌড়ে ও বিশ্বকাপ নিশ্চিত করতে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। 

আদালতে আর্জেন্টিনা, ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নিয়ে অনিশ্চয়তা!

জয়ের কোনো বিকল্প নেই এমন ম্যাচেই আগে গোল খেয়ে বসে আর্জেন্টিনার মেয়েরা। ম্যাচের ৩৯তম মিনিটে মিডফিল্ডার রোমিনা নুনেজের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা।

৭৭ মিনিট পর্যন্ত এই লিড ধরে রেখেছিল প্যারাগুয়ের মেয়েরা। এক পর্যায়ে মনে হচ্ছিল এই ম্যাচে আর ফিরে আসা সম্ভব নয় আর্জেন্টিনার মেয়েদের!

sportsmail24

কিন্তু ৭৮তম মিনিটে সেই ধারণা ভূল প্রমাণ করে আর্জেন্টিনাকে ম্যাচে ফেরান ইয়ামিলা রদ্রিগেজ। তার দারুণ গোলেই স্বস্তি ফেরে আর্জেন্টাইন ডাগআউটে। 

সমতায় ফিরলেও জয়সূচক গোল পেতে যথেষ্ট সময় নিয়েছে আর্জেন্টিনার মেয়েরা। ম্যাচের একেবারের শেষ মিনিটে লিড পায় আর্জেন্টিনা।

৯০তম মিনিটে ফ্লোরেনসিয়া বোনসেগুনদো্র দুর্দান্ত গোলে লিড পায় তারা। পরের মিনিটেই আবারও আর্জেন্টিনাকে এগিয়ে দেন ইয়ামিলা রদ্রিগেজ, ম্যাচে যেটা তার দ্বিতীয় গোল। 

sportsmail24

২০২৩ সালে ২০ জুলাই থেকে শুরু হবে নারীদের বিশ্বকাপ। প্রথমবারের মতো দেখা যাবে ৩২ দলের টুর্নামেন্ট ২০২৩ বিশ্বকাপেই।

এতদিন ২৪ দল নিয়ে আয়োজিত হতো নারীদের বিশ্বকাপ। ২০২৩ নারী বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। 
স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের আগে সালাহর মিশরের মুখোমুখি মেসির আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে সালাহর মিশরের মুখোমুখি মেসির আর্জেন্টিনা

২০২৩ সালে মেসিকে বার্সেলোনায় চান জাভি

২০২৩ সালে মেসিকে বার্সেলোনায় চান জাভি

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা ডি পলের

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা ডি পলের

আর্জেন্টিনার বিশ্বকাপ দল নিয়ে মধুর বিড়ম্বনায় কোচ স্কলানি

আর্জেন্টিনার বিশ্বকাপ দল নিয়ে মধুর বিড়ম্বনায় কোচ স্কলানি