বার্সেলোনার নতুন নম্বর নাইন লেভানডোভস্কি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ০৫ আগস্ট ২০২২
বার্সেলোনার নতুন নম্বর নাইন লেভানডোভস্কি

বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার পর প্রথমবারের মতো ন্যু ক্যাম্পে আসেন রবার্ট লেভানডোভস্কি। ক্লাবটির ৬০ হাজার সমর্থকদের সামনে তাকে পরিচয় করিয়ে দেন সভাপতি হুয়ান লাপোর্তে। সেখানেই জানিয়ে দেওয়া হয়, ২০২২-২৩ মৌসুমে লেভানডোভস্কির গায়ে থাকবে ৯ নম্বর জার্সি।

বার্সেলোনায় যোগ দেওয়ার পর সরাসরি যুক্তরাষ্ট্রে প্রাক মৌসুম প্রস্তুতি খেলতে নেমেছিলেন রবার্ট লেভানডোভস্কি। তাই একটু দেরিতেই সমর্থকদের সাথে পরিচয় হয় এই পোলিশ স্ট্রাইকারের।

শুক্রবার (৫ আগস্ট) ন্যু ক্যাম্পে উপস্থিত ৬০ হাজার দর্শকের সামনে তাকে তুলে দেওয়া হয় ৯ নম্বর জার্সি। আগে এই জার্সি পড়ে খেলেছিলেন দলটির ডাচ ফরোয়ার্ড মেম্ফিস ডিপাই। এবার পড়বেন লেভানডোভস্কি।

প্রাক মৌসুম প্রস্তুতির সময় এই পোলিশ স্ট্রাইকারের ১২ নম্বর জার্সি পড়ে খেলেছিলেন। তাই ধারণা করা হয়েছিল, মার্টিন ব্রাথওয়েটের ওই জার্সিতে নম্বরেই দেখা মিলবে তার। কিন্তু ন্যু ক্যাম্পে আসার দিনেই লেভানডোভস্কি পেলেন ৯ নম্বর।

তবে এই জার্সি নাম্বার মেম্ফিস ডিপাই নিজ ইচ্ছায় এই পোলিশ তারকাকে দেননি। “লেভাকে ৯ নম্বর জার্সি দেওয়া ক্লাবের সিদ্ধান্ত”- বলেন বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তে।

লেভানডোভস্কিকে ৯ নম্বর জার্সি তুলে দেওয়ায় ক্লাবটিতে ডিপাইয়ের ভবিষ্যত নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ২০২১ সালে ফরাসি ক্লাব লিও থেকে বার্সেলোনায় যোগ দেন। রোন্যাল্ড কোম্যানের অধীনে নিয়মিত ম্যাচ পেলেও জাভি আসার পরই বদলে যায় পরিস্থিতি। এমনকি জাভি হার্নান্দেজের পরিকল্পনাতেও নেই এই ডাচ ম্যান।

গুঞ্জন আছে, ২০২২-২৩ মৌসুমের আগেই বার্সেলোনা ছাড়তে পারেন। সম্ভাব্য গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে চেলসি ও জুভেন্টাসের নাম।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

সিলভা যেতে চাইলে বাধা হবেন না গার্দিওয়ালা

সিলভা যেতে চাইলে বাধা হবেন না গার্দিওয়ালা

বার্সেলোনা ছেড়ে মার্কিন ক্লাব এলএ গ্যালাক্সিতে রিকি পুইগ

বার্সেলোনা ছেড়ে মার্কিন ক্লাব এলএ গ্যালাক্সিতে রিকি পুইগ

মেসিকে সতীর্থ হিসেবে পাওয়া সম্মানের ব্যাপার: রামোস

মেসিকে সতীর্থ হিসেবে পাওয়া সম্মানের ব্যাপার: রামোস

বার্সেলোনায় থাকতে বেতন কমাতেও রাজি পিয়ানিচ

বার্সেলোনায় থাকতে বেতন কমাতেও রাজি পিয়ানিচ