নিবন্ধন না হওয়ায় বার্সেলোনার জার্সিতে খেলতে পারবেন না কুন্দে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৯ পিএম, ১৯ আগস্ট ২০২২
নিবন্ধন না হওয়ায় বার্সেলোনার জার্সিতে খেলতে পারবেন না কুন্দে

লা লিগায় নিজের দ্বিতীয় ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ রিয়াল সোসিয়াদাদ। এই ম্যাচে কাতালানদের জার্সিতে মাঠে নামতে পারবেন না সার্জিও বুসকেটস। বিকল্প হিসেবে কোচ জাভির সামনে সুযোগ ছিল জোসে কুন্দেকে খেলানোর। তবে লা লিগায় তাকে নিবন্ধন করাতে না পারায় তাকে খেলাতে পারবে না বার্সেলোনা।

২০২১-২২ মৌসুম শেষে দল-বদলে জুসে কুন্দেকে দলে ভেড়ায় বার্সেলোনা। তাকে দলে ভিড়িয়েও এখনো লা লিগায় তাকে নিবন্ধন করাতে পারেনি ক্লাবটি। অনুশীলন শুরু করলেও এখনো দলের হয়ে মাঠে নামতে পারবেন না তিনি।

লা লিগায় মৌসুম শুরুর আগে রবার্ট লেভানডোভস্কি, আন্দ্রেয়া ক্রিস্টেনসেন, রাফিনহা, ওসমান ডেম্বেলে ও সার্জিও রবার্তোকে নিবন্ধন করাতে পারলেও কুন্দেকে সেই তালিকায় ঢোকাতে পারেনি বার্সেলোনা। ফলে কুন্দেকে সোসিয়াদাদের বিপক্ষে খেলাতে পারবেন না জাভি।

বার্সেলোনার জার্সিতে কুন্দেকে মাঠে নামাতে হলে দুই অধিনায়ক সার্জিও বুসকেটস ও জেরার্ড পিকের বেতন কমানোর সিদ্ধান্ত নিতে হবে বার্সেলোনাকে। তাই তাদের সাথে আলোচনায় শুরু করেছে বার্সেলোনা। সেই সিদ্ধান্ত সফল হলে তবেই কাতালানদের জার্সিতে মাঠে নামতে পারবেন কুন্দে।

কুন্দেকে খেলানোর আরও একটি সুযোগ রয়েছে বার্সেলোনার সামনে। সেক্ষেত্রে বিক্রি করতে হবে মেম্ফিস ডিপাইয়ের। গুঞ্জন আছে, জুভেন্টাসে যোগ দিতে যাচ্ছেন তিনি। রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে ম্যাচের আগে ডিপাই ক্লাব ছাড়লে তবেই মাঠে নামতে পারবেন কুন্দে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সার স্টেডিয়ামে লেভানডোভস্কির ঘড়ি চুরি

বার্সার স্টেডিয়ামে লেভানডোভস্কির ঘড়ি চুরি

জুভেন্টাসে যাচ্ছেন বার্সেলোনার ডিপাই

জুভেন্টাসে যাচ্ছেন বার্সেলোনার ডিপাই

সিলভাকে চায় বার্সেলোনা, ব্রুইনারের আশা সিটিতে থাকবেন

সিলভাকে চায় বার্সেলোনা, ব্রুইনারের আশা সিটিতে থাকবেন

বার্সেলোনার উপর প্রত্যাশা বেড়েছে: জাভি

বার্সেলোনার উপর প্রত্যাশা বেড়েছে: জাভি