উয়েফা বর্ষসেরার দৌড়ে বেনজেমা, কোর্তোয়া ও ব্রুইনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২৫ আগস্ট ২০২২
উয়েফা বর্ষসেরার দৌড়ে বেনজেমা, কোর্তোয়া ও ব্রুইনা

অবশেষে সেই কাঙ্খিত দিন হাজির, উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার তুলে দেওয়া হবে বৃহপ্সতিবার (২৫ আগস্ট) দিবাগত রাতে। তুরস্কের রাজধানী ইস্তানবুলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বেঁছে নেওয়া হবে এবারের উয়েফার সেরা খেলোয়াড়কে।

ফুটবল বিশ্বে শক্ত গুঞ্জন, ইসতানবুলের আজকের রাতটা হতে পারে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা স্ট্রাইকার করিম বেনজেমার। বল পায়ে অবিশ্বাস্য এক মৌসুম কাটিয়েছেন এই ফুটবলার।  

রিয়ালের জার্সিতে পুরো মৌসুমে ৪৪ টি গোল করেছেন তিনি। এর পাশাপাশি ১৫টি গোলে সরাসরি সহায়তাও রয়েছে এই ফরাসি তারকার। 

বেনজেমার দুর্দান্ত ফর্মেই রেকর্ড ১৪বারের চ্যাম্পিয়নস লিগ শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। লা লিগাতেও অবিশ্বাস্য ফর্মে ছিলেন বেনজেমা। অনেকেই এবার ব্যালন ডি’অর জয়ী হিসেবেও বেনজেমাকেই দেখছেন। আর ইউরোপ সেরা ফুটবলার হওয়ার দৌড়েও সবার চেয়ে এগিয়ে তিনি। 

বার্সেলোনা-পিএসজি-জুভেন্টাসসহ ২০টি ক্লাবের বিপক্ষে তদন্তে উয়েফা

একই পুরষ্কার জয়ের দৌড়ে বেনজামাকে টপকে যেতে পারেন তারই রিয়াল সতীর্থ গোলরক্ষক করিম বেনজেমা। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইংলিশ ক্লাব লিভারপুলের আক্রমণের সামনে চীনের প্রাচির হয়ে দাঁড়িয়ে ছিলেন এই বেলজিয়ান গোলরক্ষক।

রিয়ালকে যদি বেনজেমা ফাইনালে ওঠান তাহলে ফাইনাল জিতিয়েছেন কোর্তোয়া। তার অবিশ্বাস্য গোলকিপিংয়ে ফাইনালের পুরো সময়ে একাধিক নিশ্চিত সুযোগ তৈরি করেও রিয়ালের রক্ষণে চিড় ধরাতে পারেনি লিভারপুলের ফুটবলাররা।

sportsmail24

শুধু ম্যানচেস্টার সিটি নয় পুরো বিশ্বেই বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনার চেয়ে ভালো মিডফিল্ডার বলে মনে করনে অনেকে। এখনও অনেকেই মনে করেন চ্যাম্পিয়নসলিগের সেমিফাইনালের শেষদিকে ব্রুইনাকে গার্দিওয়ালা উঠিয়ে না নিলে সিটি হারতো না।

ম্যানচেস্টার সিটির মাঝমাঠের অন্যতম চালিকা শক্তি ব্রুইনা লড়বেন দুই রিয়াল মাদ্রিদ খেলোয়াড়ের সঙ্গে এবারের উয়েফার সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে। 

একই রাতে ইসতানবুলে অনুষ্ঠিত হবে ২০২২-২৩ চ্যাম্পিয়নস লিগের গ্রুপর্বের ড্র। যেখান নির্ধারিত হবে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোন গ্রুপে কোন দল খেলবে। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি  


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশকে বাস উপহার দিলো উয়েফা

বাংলাদেশকে বাস উপহার দিলো উয়েফা

ইউরোপিয়ান সুপার কাপে অভিষেক হচ্ছে ‘অফসাইড প্রযুক্তি’

ইউরোপিয়ান সুপার কাপে অভিষেক হচ্ছে ‘অফসাইড প্রযুক্তি’

অনলাইনে ফুটবলারদের হেনস্তা ঠেকাতে উদ্যোগ নিয়েছে উয়েফা

অনলাইনে ফুটবলারদের হেনস্তা ঠেকাতে উদ্যোগ নিয়েছে উয়েফা

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ঘটনায় ক্ষমা চাইলো প্যারিস পুলিশ

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ঘটনায় ক্ষমা চাইলো প্যারিস পুলিশ