রোমেরোকে পাকাপাকিভাবে দলে নিলো টটেনহ্যাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৬ পিএম, ৩০ আগস্ট ২০২২
রোমেরোকে পাকাপাকিভাবে দলে নিলো টটেনহ্যাম

এক মৌসুমেই আর্জেন্টাইন সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরোকে পাকপাকিভাবে দলে নিলো ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। ২০২৭ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে ইংলিশ ক্লাবটি। 

 ২০২১-২২ মৌসুমে ইতালিয়ান ক্লাব অ্যাটল্যান্টা থেকে ধারে রোমেরোকে দলে নিয়ে এসেছিল টটেনহ্যাম। স্পার্সদের ডেরায় এসে দ্রুতই নিজের পারফর্মেন্স দিয়ে সমর্থকদের মন জয় করে নিয়েছেন। 

অ্যাটল্যান্টা থেকে ধারে দলে নেওয়ার সময়েই চুক্তিতে পাকাপাকিভাবে কিনে নেওয়ার সুযোগ ছিল টটেনহ্যামের। সেই সুযোগ কাজে লাগিয়ে এই আর্জেন্টাইনকে স্থায়ী সময়ের জন্য দলে ভেড়ালো তারা। 

যদিও ইনজুরিতে গত মৌসুমের বেশিরভাগ সময়েই মাঠের বাইরে কাটাতে হয়েছে রোমেরোকে। ইনজুরি থেকে ফিরে চলতি বছরের ফেব্রুয়ারীতে টানা ১৫ ম্যাচে টটেনহ্যামের শুরুর একাদশে ছিলেন তিনি। 

৯ গোলে হেরে বরখাস্ত হলেন বোর্নমাউথ কোচ

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) চলতি মৌসুমেও শুরুর একাদশেই ছিলে প্রথম দুই ম্যাচে। কিন্তু ইনজুরির হানায় ওলভস ও নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে তাকে পায়নি টটেনহ্যাম। 

এখন পর্যন্ত টটেনহ্যামের হয়ে ২৪ ম্যাচে মাঠে নেমেছেন ২৪ বছর বয়সী এই সেন্টার ব্যাক। যেখানে তার নামের পাশে একটি গোলও রয়েছে। 

চলতি ইপিএলে চার ম্যাচে তিন জয় ও এক ড্র-তে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে টটেনহ্যাম। সমান ম্যাচে শতভাগ জয় নিয়ে শীর্ষে আর্সেনাল। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

নানা নাটকীয়তার পর আয়াক্স ছেড়ে ইউনাইটেডে আন্থনি

নানা নাটকীয়তার পর আয়াক্স ছেড়ে ইউনাইটেডে আন্থনি

ইউনাইটেডে রোনালদোর থাকার নিশ্চয়তা দিচ্ছেন না টেন হাগ

ইউনাইটেডে রোনালদোর থাকার নিশ্চয়তা দিচ্ছেন না টেন হাগ

রেকর্ড টানা ২৩৬ ম্যাচ খেলে ইনজুরিতে উইলিয়ামস

রেকর্ড টানা ২৩৬ ম্যাচ খেলে ইনজুরিতে উইলিয়ামস

লেভানডোভস্কির প্রশংসায় পঞ্চমুখ বার্সেলোনা কোচ জাভি

লেভানডোভস্কির প্রশংসায় পঞ্চমুখ বার্সেলোনা কোচ জাভি