আমাদের আর সমর্থকদের অনুভূতি একই: মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২
আমাদের আর সমর্থকদের অনুভূতি একই: মেসি

বিশ্বকাপ জয়ের স্বাদ কেমন হয়, সেটাই ভুলতে বসেছে আর্জেন্টাইন সমর্থকরা। নির্দিষ্ট করে বলতে গেলে বর্তমান প্রজন্মের কোনো আর্জেন্টাইন সমর্থকই বিশ্বকাপ জয়ের স্বাদ কখনোই পায়নি। ২০১৪ সালে ফাইনালে উঠলেও জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে লিওনেল মেসির দলের।

শুধু বিশ্বকাপ নয়, ট্রিফ খরায় যে ছিল কতদিনের! ২০২১ সালে কোপা আমেরিকা জিতে সেই খরা কাটিয়েছে আর্জেন্টিনা। চলতি বছর মহাদেশীর লড়াইয়ে ইতালিকেও হারিয়েছে তারা। টানা তিন বছর আর ৩৯ ম্যাচ অপরাজিত মেসির দল।

ফলে সব মিলিয়ে দুই মাস দূরত্বে থাকা বিশ্বকাপকে ঘিরে আর্জেন্টাইন সমর্থকদের আশা বড় হচ্ছে ক্রমশ। মেসি নিজেও বুঝেন সেটা, বললেন সমর্থকদের সঙ্গে তাদের অনুভূতির মিল রয়েছে। তবে একই সাথে মনে করিয়ে দিলেন এখন শান্ত থাকার সময়।

মেসি বলেন, “আমাদের অনুভূতি আর তাঁদের (সমর্থক) অনুভূতি একই। তবে ওই যে বললাম, শান্তও থাকতে হবে। যদিও আমাদের ভালো একটা দল আছে, কিন্তু মনে রাখতে হবে, বিশ্বকাপ সব সময়ই বিশেষ কিছু; এখানে ধাপে ধাপে এগোতে হবে।”

মেসি নিজে আছেন দুর্দান্ত ফর্মে। আর্জেন্টিনা শেষ তিন ম্যাচে গোল করেছে ১১টি যার সাতটিই এসেছে মেসির পা থেকে। শনিবার (২৪ সেপ্টেম্বর) প্রীতি ম্যাচেও হন্ডুরাসের বিপক্ষে জোড়া গোল করেছেন তিনি।

বিশ্বকাপের আগে দলের সবচেয়ে বড় ভরসার এমন ফর্ম দেখে রীতিমতো খুশি জোয়ার বইছে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে।বিশ্বকাপ পর্যন্ত এমনই খেলে যেতে যান আর্জেন্টাইন অধিনায়ক।

“বিশ্বকাপ আসছে মানে বিপুল প্রত্যাশা, প্রবল উদ্দীপনা আর দুশ্চিন্তা আছে। এখনো কিছুটা সময় আছে। ক্লাব ফুটবলে আমাদের ভালো খেলতে হবে, যেন বিশ্বকাপের আগে সঠিক জায়গায় থাকতে পারি। এটা সত্যি যে আমরা এখন সমষ্টিগত হিসেবে, জাতীয় দল হিসেবে ভালো খেলছি। বিশ্বকাপ পর্যন্ত এভাবেই খেলে যেতে চাই”  যোগ করেন মেসি।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে। ‘সি’ গ্রুপে মেসির দলের বাকি দুই প্রতিপক্ষ, মেক্সিকো ও পোল্যান্ড। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে চমক

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে চমক

মেসির জোড়া গোল, আর্জেন্টিনার আরেকটি সহজ জয়

মেসির জোড়া গোল, আর্জেন্টিনার আরেকটি সহজ জয়

দাবি মেনে নিল ফিফা, বাতিল আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ

দাবি মেনে নিল ফিফা, বাতিল আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ

শতবর্ষের বিশ্বকাপ আয়োজনে আর্জেন্টিনার আবেদন

শতবর্ষের বিশ্বকাপ আয়োজনে আর্জেন্টিনার আবেদন