আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলা নাও হতে পারে জোয়াকুইন কোরেয়ার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২৫ অক্টোবর ২০২২
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলা নাও হতে পারে জোয়াকুইন কোরেয়ার

কাতার বিশ্বকাপে আর্জেন্টাইন দল থেকে ছিটকে পড়ার শঙ্কায় রয়েছেন ইন্টার মিলানের ফরোয়ার্ড জোয়াকুইন কোরেয়া। জানা গেছে, ২৮ বছর বয়সী এ স্ট্রাইকার ফর্ম ও ফিটনেসের সাথে বেশ কিছুদিন ধরে লড়াই করে চলেছেন।

ইতালিয়ান অনলাইন সংবাদ মাধ্যম গাজ্জেটা.ইট রিপোর্টের সূত্র মতে, এ মুহূর্তে বেশ কিছু স্ট্রাইকার আর্জেন্টাইন জাতীয় দলে থাকায় কোরেয়াকে নিয়ে নতুন করে ভাবতে রাজী হচ্ছেন না কোচ লিওনেল স্কালোনি। স্কালোনির অধীনে আর্জেন্টিনা দলে বেশ নিয়মিত ছিলেন কোরেয়া।

দলে নিয়মিত থাকলেও সবসময় মূল একাদশে সুযোগ পেতেন না তিনি। বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক দলে ১১ জন ফরোয়ার্ডকে ডেকেছেন স্কালোনি। এর মধ্যে অবশ্য কোরেয়াও রয়েছেন।

কোচ ডাক পাওয়ার তালিকায় রয়েছেন লিওনেল মেসি, লটারো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকো গঞ্জালেজ, জুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, অ্যাঞ্জেল কোরেয়া, গিওভান্নি সিমিওনে, থিয়াগো আলমাডা ও আলারিও।

এদিকে, কোরেয়ার মিলান সতীর্থ মার্টিনেজের চূড়ান্ত দলে অন্তর্ভূক্তি প্রায় নিশ্চিত। তবে কোরেয়ার ভাগ্য নির্ভর কর ফিটনেসের উপর।


শেয়ার করুন :