গ্যালারিতে বসে নেইমারদের জয় দেখলেন তামিম ইকবাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৫ নভেম্বর ২০২২
গ্যালারিতে বসে নেইমারদের জয় দেখলেন তামিম ইকবাল

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। সফর উপলক্ষে ২ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে টাইগার ক্রিকেটারদের আনুষ্ঠানিক অনুশীলন। এর আগে অঘোষিত ছুটির মাঝে প্রিয় দলকে সমর্থন জানাতে টাইগার অধিনায়ক তামিম ইকবাল ছুটে গিয়েছেন কাতারে। গ্যালারিতে বসে ব্রাজিল-সার্বিয়ার খেলা উপভোগ করেছেন তিনি।

কাতরের লুসাইল স্টেডিয়ামে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিনগত রাতে (বাংলাদেশ সময়) গ্রুপ-জি’র ম্যাচটিতে ২-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল।

মাঠে বসেই ২২তম ফিফা বিশ্বকাপে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের শুভ সূচনা দেখছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। গ্যালারিতে উপস্থিত থেকে প্রিয় দল ব্রাজিলের জয়ে আনন্দ-উল্লাসে মেতেছেন তামিম।

কতার বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ দেখতে বুধবার (২৩ নভেম্বর) কাতারের উদ্দেশ্যে দেশ ছাড়েন তামিম ইকবাল। ভারত সিরিজে আগে বেশ কয়েকদিন ছুটি থাকায় আরও ম্যাচ দেখতে পারেন বলে জানা গেছে।

এদিকে, তামিম ছাড়াও ২৬ নভেম্বর বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ দেখবেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এ দিন বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের লজ্জা পেয়েছে মেসির দল।

ওই ম্যাচ শেষে ঘরের মাঠে ভারত সিরিজ খেলতে দেশে ফিরবেন সাকিব আল হাসান। ধারণা করা হচ্ছে, সাকিব-তামিম একই সাথে দেশে ফিরতে পারেন। কারণ, ২ ডিসেম্বর থেকে শুরু হবে আনুষ্ঠানিক অনুশীলন। তার আগেই ঢাকায় পা রাখবে ভারতের ওয়ানডে দল।

বিসিবির দেওয়া তথ্যমতে, ১ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবে ভারতীয় ক্রিকেট দল। একদিনের বিশ্রাম শেষে ২ ডিসেম্বর থেকে মিরপুরে অনুশীলন শুরু করবে ভারত। দুই দিনের অনুশীলন শেষে ৪ ডিসেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানড।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

রিচার্লিসনের জোড়া গোল, ব্রাজিলের দারুণ শুরু

রিচার্লিসনের জোড়া গোল, ব্রাজিলের দারুণ শুরু

উত্তেজনা ছড়ানো ম্যাচে জয় পেল পর্তুগাল

উত্তেজনা ছড়ানো ম্যাচে জয় পেল পর্তুগাল

রেকর্ড ৭ গোলে কোস্টারিকাকে হারালো স্পেন

রেকর্ড ৭ গোলে কোস্টারিকাকে হারালো স্পেন

সৌদি আরবের কাছে পরাজয় একটি ‘বড় ধাক্কা’: মেসি

সৌদি আরবের কাছে পরাজয় একটি ‘বড় ধাক্কা’: মেসি