বার্সেলোনা নয়, পিএসজিতে খেলবেন মেসি!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৭ পিএম, ২২ ডিসেম্বর ২০২২
বার্সেলোনা নয়, পিএসজিতে খেলবেন মেসি!

সদ্য বিশ্বকাপ জিতে উৎসবে ব্যস্ত আছেন লিওনেল মেসি। তবে কাতার বিশ্বকাপের পর পিএসজি জার্সিতে দেখা যাবে কিনা তা নিয়ে ছিল গুঞ্জন। এমনকি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির অফারও পেয়েছিল আর্জেন্টাইন মহাতারকা। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফারসি ক্লাবে থাকছেন মেসি।

ইএসপিএন এর তথ্য অনুযায়ী, প্যারিস সেন্ট-জার্মেই ক্লাব এর সাথে আরও এক মৌসুমের জন্য চুক্তি বাড়ানোর জন্য মৌখিক চুক্তিতে পৌছেছেন সাতবারের ব্যালন ডি'অর জয়ী।

বিশ্বকাপের আগে মেসির থাকা নিয়ে স্কাই স্পোর্টসের সাথে একটি সাক্ষাত্কার দেন পিএসজি সভাপতি আল-খেলাইফি। তিনি জানান, আর্জেন্টাইন মহাতারকাকে অন্তত একটা মৌসুমের জন্য পার্ক দেস প্রিন্সেস থাকার জন্য রাজি করানোর আশা করছে তারা।

বর্তমানে ফরাসি লিগ ১ এর চ্যাম্পিয়নদের সাথে, আর্জেন্টিনা অধিনায়কের চুক্তি  ২০২২-২৩ মৌসুমের শেষ পর্যন্ত। আগামী বছর জুনেই প্যারিশিয়ানদের সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে বিশ্বসেরা এই ফুটবলারের।

তবে ৩৬ বছরের খরা কাটিয়ে আলবিসেলেস্তেদের ট্রফি এনে দেওয়ার কারিগরকে, প্যারিশিয়ানদের সাথে রাখতেই নতুন চুক্তির কথা জানিয়েছে পিএসজি।

এদিকে বিশ্বকাপের আগে পিএসজি স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোস এবং চেয়ারম্যান নাসের আল খেলাইফির সাথে আলোচনা করতে দেখা গিয়েছে মেসির বাবা হোর্হে মেসি। মূলত তিনিই মেসির এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এজন্য ইউরোপীয় গণমাধ্যমে বলা হয়, আপাতত বার্সা কিংবা নতুন ক্লাবে যাওয়ার চিন্তা নেই আর্জেন্টাইন সুপারস্টার।

গতবছর বার্সেলোনা ছেড়ে নেইমারদের সাথে যুক্ত হয়েছিলেন লিও মেসি। তখন দুই বছরের চুক্তি হলেও নতুন এই চুক্তিতে এক বছর বাড়ানোর সুযোগ রাখে ফ্রান্সের প্যারিসের ক্লাব সেইন্ট জার্মেই। প্যারিশিয়ানদের জার্সিতে এই পর্যন্ত মেসির গোল সংখ্যা ৩৯ ম্যাচে ১৩টি।

 

স্পোর্টসমেইল২৪/এমটিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

এমবাপ্পেকে কিনতে সাড়ে ১১ হাজার কোটি টাকা দিতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ

এমবাপ্পেকে কিনতে সাড়ে ১১ হাজার কোটি টাকা দিতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ

ইউরোপ ছেড়ে সৌদির ক্লাবে রোনালদো!

ইউরোপ ছেড়ে সৌদির ক্লাবে রোনালদো!

মেসির জার্সিতে পা মুছে অপমান!

মেসির জার্সিতে পা মুছে অপমান!

ব্রাজিলে আসার আমন্ত্রণ পেয়েছেন লিওনেল মেসি

ব্রাজিলে আসার আমন্ত্রণ পেয়েছেন লিওনেল মেসি